,

নবীগঞ্জে শিক্ষক মৃনাল কান্তি দাশ কর্তৃক সরকারি জায়গার মাটি বিক্রির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামে সরকারি খাস ভুমি অবৈধ দখলদারকে উচ্ছে বিষয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের। জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামের ছুরুক মিয়ার পুত্র মোঃ শাহ আলম নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন ৭৬নং জে.এল স্থিত বড় শাখোয়া
মৌজার ১নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত ৫৬নং দাগের ০.২১০০ শতাংশ ভুমি ও ৮৭০নং দাগের ১.২১০০ শতাংশ গোপাট হিসেবে ব্যবহার ও গরু ছড়ানোর জায়গা। ওই জায়গা থেকে একই উপজেলার শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃনাল কান্তি দাশ ভূমির মাটি কেটে বিল তৈরী করে উক্ত ভূমির মাটি বিক্রি করেন। এছাড়া বিলে পানি সেচের মেশিন লাগানো রয়েছে। কালিয়ারভাঙ্গা তফশীলের ফিসারী হতে দশকোনা পর্যন্ত পানি শুকিয়ে যায়। এর ফলে কৃষকের প্রায় ৫০ একর জমিতে পানি সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। যার কারেণ কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এলাকার লোকজন এর প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে হুমকী-দামকীসহ বিভিন্ন রকম ভয়ভিতি দেখানো হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করা হয়।


     এই বিভাগের আরো খবর