,

নবীগঞ্জে শিক্ষক মৃনাল কান্তি দাশ গং কর্তৃক সরকারি জায়গার মাটি ও মাছ বিক্রির দায়ে জেলা প্রশাসক ও দুর্নীতি দমন কমিশনে অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামে সরকারি খাস ভুমি অবৈধ দখলদারকে উচ্ছেদ বিষয়ে হবিগঞ্জ জেলা প্রশাসক ও হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন বরাবর অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার করগাঁও ইউনিয়নের বড় শাখোয়া গ্রামের ছুরুক মিয়ার
পুত্র মোঃ শাহ আলম হবিগঞ্জ জেলা প্রশাসক ও হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন ৭৬নং জে.এল স্থিত বড় শাখোয়া মৌজার ১নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত ৫৬নং দাগের ০.২১০০ শতাংশ ভুমি ও ৮৭০নং দাগের ১.২১০০ শতাংশ গোপাট হিসেবে ব্যবহার ও গরু ছড়ানোর জায়গা। ওই জায়গা থেকে একই উপজেলার শেরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মৃনাল কান্তি দাশ ভূমির মাটি কেটে বিল তৈরী করে উক্ত ভূমির মাটি বিক্রি করেন। এছাড়া শিক্ষক মৃনাল কান্তি দাশ, তপন দাশ, অছিন্ত পাল, জাবেদ মিয়া কর্তৃক প্রায় ৫ লক্ষ টাকার মাছ বিক্রি করেছে। বিলে পানি সেচের মেশিন লাগানো রয়েছে বলে উল্লেখ করা হয়েছে। এর ফলে কালিয়ারভাঙ্গা তফশীলের ফিসারী হতে দশকোনা পর্যন্ত পানি শুকিয়ে যায়। যার কারণে কৃষকের প্রায় ৫০ একর জমিতে পানি সেচ দেওয়া সম্ভব হচ্ছে না। এর কারণে কৃষকরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এলাকার লোকজন এর প্রতিবাদ করলে তাদের বিরুদ্ধে হুমকী-দামকীসহ বিভিন্ন রকম ভয়ভিতি দেখানো হয়। এ বিষয়ে ব্যবস্থা নিতে হবিগঞ্জ জেলা প্রশাসক ও হবিগঞ্জ জেলা দুর্নীতি দমন কমিশন বরাবর অভিযোগ দায়ের করা হয়।


     এই বিভাগের আরো খবর