,

বানিয়াচংয়ে গোপনে বিয়ে করে স্ত্রী ও সন্তানের স্বীকৃতি না দেওয়ায় স্বামীকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ

স্টাফ রিপোর্টার : গোপনে বিয়ে করে স্ত্রী ও সন্তানের স্বীকৃতি না দেওয়ায় এক প্রতারক স্বামীকে পুলিশে দেয়া হয়েছে। এ ঘটনায় হবিগঞ্জ ও বানিয়াচংয়ে তোলপাড় চলছে। গতকাল শনিবার রাত ৮টায় হবিগঞ্জ শহরের শ্যামলী সাধুর মাজার এলাকায় স্ত্রী ও সন্তানের সাথে দেখা করতে আসে বানিয়াচং উপজেলার উজিরপুর গ্রামের দরবেশ আলীর পুত্র মামুন মিয়া (২৫)। এ সময় আগে থেকে প্রস্তুতি নেওয়া মামুনের শশুর বাড়ির লোকজন তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় খবর দেয়। এসআই নাজমুল হক ঘটনাস্তুলে মামুনকে অক্ষত অবস্থায় আটক করে নিয়ে আসেন। মামুনের স্ত্রী দাবি করা একই গ্রামের জেবিন আক্তার জানায়, প্রায় আড়াই বছর আগে মামুনের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। মামুন মাজারকে স্বাক্ষি রেখে তাকে বিয়ে করে। বিয়ের পর জেবিন অন্তস্বত্তা হলে মামুন অস্বীকার করে। কিন্তু এরপর সায়মন আহমেদ নামে তার এক পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু মামুন ও তার পরিবার বাচ্চাসহ তাকে অস্বীকার করায় জেবিন তার সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে আদালতে মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ মামুনকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। দীর্ঘদিন কারাভোগ করে জামিনে বেরিয়ে এসে পুনরায় জেবিন ও তার পুত্র সন্তানের গোপনে দেখা করে। গতকাল দেখা করতে এলে তাকে আটক করে পুলিশে দেয়া হয়। ওসি জানান, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।


     এই বিভাগের আরো খবর