,

নিউজিল্যান্ড সফরে যেতে চান না সাকিব….বিসিবিকে চিঠি

সময় ডেস্ক: আসন্ন নিউজিল্যান্ড সফরে যেতে চান না অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শনিবার ঘোষিত ১৮ সদস্যের দলে তাকে রাখা হয়েছিল। এই সফরে সাকিব যেতে চান না এই নিয়ে গুঞ্জন ছিল। তবে দল ঘোষণার ঘণ্টাখানেকের মধ্যেই তিনি আনুষ্ঠানিকভাবে বিসিবিকে চিঠি দিয়ে জানিয়েছেন, তিনি ওই সফরে যেতে চান না। শনিবার সন্ধ্যায় সমকালকে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন সাকিব। এছাড়া বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসও সাকিবের কাছ থেকে বিসিবি চিঠি পেয়েছে বলে নিশ্চিত করেছেন। চিঠিতে জরুরী পারিবারিক কারণে তিনি ৯ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সফরে যেতে চান না বলে জানিয়েছেন। তাই তিনি বিসিবির কাছে অনুরোধ করেছেন তাকে যেন দলের বাইরে রাখা হয়। বিসিবি সূত্রে জানা যায়, ৭ দিনের কোয়ারেন্টিন ও দুটি প্রস্তুতি ম্যাচসহ এই সফরে বাংলাদেশ দল প্রায় দেড় মাসের মতো নিউজিল্যান্ডে অবস্থান করবে। সফরে নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট খেলবে টাইগাররা। নতুন বছরের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি প্রথম টেস্ট শুরু হবে বে ওভালের টাওরাঙ্গাতে। আর দ্বিতীয় টেস্ট ৯ জানুয়ারি ক্রাইস্টচার্চে শুরু হবে।


     এই বিভাগের আরো খবর