,

নবীগঞ্জে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক সভা

উত্তম কুমার পাল হিমেল: নবীগঞ্জ থানার উদ্দ্যেগে ৪ ডিসেম্বর সকাল ১০টায় নবীগঞ্জ থানার সভাকে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের নিরাপত্তা সচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত। এস.আই সমীরণ দাশের পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ডালিম আহমদ। বিশেষ অতিথি
হিসাবে বক্তব্য রাখেন, গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি নিখিল আচার্য্য, ওসি অপারেশন আব্দুল কাইয়ুম,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল। বক্তব্য রাখেন, দীপেন্দু দাশ গুপ্ত, হরিপদ দাশ, ধনঞ্জয় দেবনাথ, রজত কান্তি গোস্বামী, ইসকনের অধ্যক্ষ বিপীন বিহারী ব্রম্মচারী, দীরেশ রঞ্জন ধর, জীপেশ গোপ প্রমুখ। এ সময় বিভিন্ন ধর্মীয় সংগঠের সভাপতি সাধারণ সম্পাদক, মন্দিরের সমস্যা ও সমাধানের জন্য আলোচনা মাধ্যমে তুলে ধরেন নবীগঞ্জ থানা প্রশাসনের সহযোগীতা কামনা করেন। প্রধান আলোচক ওসি ডালিম আহমদ বক্তব্য কালে তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা রক্ষায় বর্তমান সরকার বদ্ধ পরিকর। অপরাধীর কোন ধর্ম নাই, জাত নাই। ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি ও হামলাকারীদের ব্যাপারে অপরাধীদের কোন ছাড় দেওয়া হবে না। তাই মন্দির ও আশ্রমের পাশে কোন অপরিচিত বা সন্দেহজনক লোক ঘুরাফেরা করলে সাথে সাথে থানা পুলিশকে অবগত করবেন। এছাড়া প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানে সিসি ক্যামারা ও নৈশ প্রহরীর ব্যবস্থা গ্রহনের জন্য তিনি সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।প্রেসক্লাব। গতকাল শনিবার ৪ ডিসেম্বর সকাল ১০টায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাকক্ষে এক আয়োজনে সংবর্ধনা প্রদান করা হয়। কাবের সভাপতি সৈয়দ আখলাক উদ্দিন মনসুর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মিল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংবর্ধিত ব্যক্তি, সমাজ সেবক ও দানবীর দেওয়ান সৈয়দ আব্দুল মোতাচ্ছির মঞ্জু মিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাহুবলের দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশনের সভাপতি ও লাকড়িপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান সৈয়দ আব্দুল ওয়াদুদ, মুড়ারবন্দ দরবার শরীফের মোতাওয়াল্লী সৈয়দ সফিক আহমেদ চিশতী সফি। স্বাগত বক্তব্য রাখেন কাবের সহ-সভাপতি মোঃ হাছান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মহারাজ মিয়া, অর্থ সম্পাদক মোঃ আব্দুল মোতালিব, প্রকাশনা সম্পাদক মোঃ শাহাব উদ্দিন প্রমূখ। দেওয়ান সৈয়দ আব্দুল মোতাচ্ছির মঞ্জু যুক্তরাষ্ট্র হবিগঞ্জ সোসাইটি ইউ.এস. ইনক ও বাহুবল উপজেলার দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত ফাউন্ডেশন এর বিশেষ অবদান রেখে হবিগঞ্জ জেলার নাম উজ্জল করার লক্ষ্যে তাকে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা ও আজীবন সদস্য করা হয় এবং এ সংবর্ধনা দেন ক্লাব নেতৃবৃন্দরা। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি মোতাচ্ছির মঞ্জু বলেন, নব-গঠিত জাতীয় অনলাইন প্রেসক্লাবের অন্তর্ভূক্ত শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সকল গণমাধ্যম কর্মীদের পেশাগত কাজে ২/৩ শতক স্থায়ীভাবে কাবের জায়গা, আসবাবপত্র, কম্পিউটার, ক্যামেরাসহ নানা সরঞ্জাম প্রয়োজন বলে শায়েস্তাগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।


     এই বিভাগের আরো খবর