,

আওয়ামী লীগের সঙ্গে আমাদের আর কোনো প্রেম নেই: জাপা মহাসচিব

সময় ডেস্ক : জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে আর কোনো প্রেম নেই আমাদের। আমাদের সঙ্গে প্রেম করে আওয়ামী লীগ ৩ বার রাষ্ট্র মতায় এসেছে। এখন আমাদের ওপর নির্যাতন করছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীদের ওপর হামলা করছে। জাতীয় পার্টির প্রার্থীদের নির্বাচনের মাঠ থেকে উঠিয়ে দিতে চাচ্ছে। গতকাল শনিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইইবি) মিলনায়তনে জাতীয় পার্টি ঢাকা মহানগর দেিণর বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। মুজিবুল হক বলেন, আর কোনো জোট নয়, জাতীয় পার্টি আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিয়ে নির্বাচন করবে। অনুষ্ঠানে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, প্রয়োজন ছাড়াই তেলের দাম বাড়ানোয় মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এই অজুহাতে তেলের দাম বাড়ানো হয়েছে, এখন তো তেলের দাম কমছে কিš’ তেলের দাম কমানো হচ্ছে না কেন? এর আগে তেলের দাম বিশ্ববাজারে খুবই কম ছিল তখনও তেলের দাম কমানো হয়নি। বলা হয় জ্বালানি তেলের চোরাচালান রোধে তেলের দাম বাড়ানো হয়, আসলে কখনোই জ্বালানি তেল চোরাচালান করা সম্ভব নয়। ট্যাংকার বা পাইপ লাইনের ছাড়া তেল পাচার করা অসম্ভব। কোন দেশেই জ্বালানি তেল চোরাচালান করা সম্ভব নয়। জি এম কাদের বলেন, তেলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে গণপরিবহন কোনও ঘোষণা ছাড়াই ধর্মঘট শুরু করে। লাখ লাখ মানুষ পরিবার নিয়ে বিপাকে পড়ে সড়কের মাঝে। সরকারের দায়িত্বপ্রাপ্ত কিছু কর্তা পরিবহন মালিকদের সঙ্গে সভা করে পরিবহনের ভাড়া বাড়িয়ে দেয়। সঙ্গে সঙ্গে ন্যাচারাল গ্যাসে চালিত বাসগুলোও ভাড়া বাড়িয়ে দেয়, অথচ গ্যাসের দাম বাড়েনি। আবার সরকার যতটুকু ভাড়া বাড়িয়েছে, শ্রমিকরা তারচেয়েও বেশি ভাড়া আদায় করে। যাত্রীরা অতিরিক্ত ভাড়া দিতে রাজি না হলে তাদের পথে নামিয়ে দেওয়া হয়। দলের কো-চেয়ারম্যান এবং মহানগর দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তৃতা করেন জাপার প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু, মীর আবদুস সবুর আসুদ, রেজাউল ইসলাম ভুঁইয়া, লিয়াকত হোসেন খোকা প্রমুখ।গরুর হাট ময়দানে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনোয়ার আলীর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাবেক সভাপতি ও আয়োজক কমিটির সাধারণ সম্পাদক স্বপন বনিকের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিুত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য এড. আব্দুল মজিদ খাঁন। চলতি বছরের ১৭ই মার্চ মুজিব জন্ম শতবর্ষ উদযাপন উপলে আজমিরীগঞ্জ প্রেসক্লাব ও পৌরবাসীর উদ্যোগে আয়োজন করা হয় এড. আব্দুল মজিদ খাঁন এমপি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের নক আউট পর্বে মোট ১৬টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে ফাইনালে পৌঁছায় কালনী নিউজ একাদশ ও ইলাভেন ষ্টার একাদশ নামে দুটি দল। কিন্তু কোভিড-১৯ এর সংক্রামণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে সরকার ঘোষিত দ্বিতীয় পর্যায়ের লক ডাউনের কারণে টুর্নামেন্টটি স্থগিত ঘোষনা করেন আয়োজক কমিটি। পরিস্তিুতি স্বাভাবিক হওয়ায় গতকাল শনিবার ফাইনাল খেলাটি অনুষ্ঠানের ঘোষণা দেয় আয়োজক কমিটি। ফাইনাল খেলাটিতে ইলাভেন ষ্টার একাদশকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ানের স্থান দখলে নেয় কালনী নিউজ একাদশ। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক দিলোয়ার হোসেনের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও ১ম পুরস্কার হিসেবে টিভিএস কোম্পানির টিভিএস মেট্রো-১০০সিসি মোটরসাইকেলের চাবি তুলে দেন সাংসদ আব্দুল মজিদ খাঁন। সেই সাথে রানার্সআপ দল ইলাভেন ষ্টার একাদশের অধিনায়ক চয়ন আলীর হাতে রানার্সআপ ট্রফি ও ২য় পুরস্কার ৩২” একটি স্মার্ট টিভি ও তুলে দেন সাংসদ আব্দুল মজিদ খাঁন। অনুষ্ঠানে অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুর্তজা হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজিব, মহিলা ভাইস চেয়ারম্যান সীমা রাণী সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজবাহ উদ্দীন ভুঁইয়া, জেলা পরিষদ সদস্য নাজমুল হাসান, আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুল ইসলাম প্রমুখ।


     এই বিভাগের আরো খবর