,

হবিগঞ্জে ‘ইংল্যান্ডে ৫৭ দিন’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ‘ইংল্যান্ডে ৫৭ দিন’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার রাতে এ উপলক্ষে প্রেসক্লাব মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে মুক্ত স্কাউট গ্রুপ ও হবিগঞ্জ মৌচাক কচিকাঁচার মেলা। শুভেচ্ছা জ্ঞাপন করেন বইয়ের লেখক অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল। অধ্যাপক ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখ্ত চৌধুরী জালাল, প্রবাসী কমিউনিটি নেতা ড. মোহাম্মদ শাহ নেওয়াজ, প্রেসক্লাব সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি শামছুল হুদা। বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, অ্যাডভোকেট রুহুল হাসান শরীফ, বাদল রায়, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন সভাপতি মন্ডলীর সদস্য অনিরুদ্ধ কুমার ধর শান্তনু, সাহিত্য পরিষদ সাধারণ সম্পাদক এমএ ওয়াহিদ, বাপা সাধারণ সম্পাদক তোফাজ্জল সোহেল, কবি সিদ্দিকী হারুন, অ্যাডভোকেট শরদিন্দু ভট্টাচার্য টুটুল, সহকারী অধ্যাপক তানসেন আমিন প্রমূখ। কোরআন তেলাওয়াত করেন মুনাদিল আহমেদ লিসান। অনুষ্ঠানের শুরুতে বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাডভোকেট মো. আব্দুল কাইয়ূম। অনুষ্ঠানে শিক্ষাবিদ, আইনজীবী, সাংবাদিক, কবি, সাহিত্যিকসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর