,

সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের ভাগ্য খুলেছে সহসাই প্রকাশ হচ্ছে না গোপায়া ইউনিয়নের গেজেট ॥ নিম্ন আদালতের নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের গেজেট প্রকাশ হচ্ছে না। দুই চেয়ারম্যান প্রার্থীর মামলার গ্যাড়াকলে পড়ে অনির্দিষ্ঠকালের জন্য সাবেক চেয়ারম্যান ও মেম্বারদের ভাগ্য খুলেছে। যতদিন পর্যন্ত মামলা শেষ না হয়ে গেজেট প্রকাশের নির্দেশনা আসবে ততদিন পর্যন্ত তারাই বহাল থাকবেন। গতকাল ১১ জানুয়ারি মঙ্গলবার গোপায়ার চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান চৌধুরী ইসির পক্ষে ও নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ আব্দুল মন্নানের উভয়ের মামলার আবেদনের ওপর স্থিতাবস্থা আদেশ জারি করে নিম্নকোর্টে নিষ্পত্তির জন্য আদেশ দেন। তবে কবে এ স্থিতাবস্থার আদেশ নিষ্পত্তি হবে এর কোনো তারিখ দেয়া হয়নি। এ জন্যই তাদের পক্ষের আইনজীবিরা মনে করেন কখন শুনানী হয়ে শেষ হবে কারো জানা নেই। তবে তারা আশা করেন অচিরেই শুনানী হয়ে মামলা নিষ্পত্তি হলে গোপায়া ইউনিয়নের গেজেট প্রকাশ হতে পারে। ইসির পক্ষে নৌকা প্রতীকের প্রার্থী নুরুজ্জামান চৌধুরী চেম্বার জজ আদালতে গত ৩ জানুয়ারি একটি রিভিউ দাখিল করেন। গত ১০ জানুয়ারি পর্যন্ত গেজেট প্রকাশ না করার নির্দেশ দেন সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালত। প্রসঙ্গত, গত ২৮ নভেম্বর ২০২১ইং তৃতীয় ধাপে ৫নং গোপায়া ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে ৪১নং বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে হামলা, ভাংচুর ও ব্যালট ছিনতাইয়ের অভিযোগ ও ব্যালট পেপারের হিসাব না পাওয়ায় ১২ ডিসেম্বর ওই কেন্দ্রে পুনঃনির্বাচনের আদেশ দেন নির্বাচন কমিশন। এর প্রেক্ষিতে গত ১৪ ডিসেম্বর হাইকোর্টে বেসরকারিভাবে ঘোষিত চেয়ারম্যান প্রার্থী মোঃ আব্দুল মন্নানের রিটের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের দেয়া আদেশ স্থগিত করা হয়। তবে নির্বাচন কমিশনের পক্ষে সুপ্রিম কোর্টে আপিল করেন নৌকা প্রার্থী মোঃ নুরুজ্জামান চৌধুরী। আব্দুল মন্নানের আবেদনের প্রেক্ষিতে রিটের আদেশ স্থগিত করে পূর্বের আদেশ বহাল এবং গত ১০ জানুয়ারি পর্যন্ত গেজেট প্রকাশ না করার নির্দেশ দেন আদালত। উল্লেখ্য গত ২৮ নভেম্বর তৃতীয় ধাপে নির্বাচনের দিন ভোটগ্রহণ শেষে গণনার পর সদর উপজেলার গোপায়া ইউনিয়নের বহুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের ফল ঘোষণা করা হয়। এর পরই একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে কিছু ব্যালট পেপার ছিনিয়ে নেয়। এ ঘটনায় মেম্বার প্রার্থীরা পুনরায় ভোট গণনার আবেদন করেন। এদিকে ৫নং গোপায়া ইউনিয়বাসীর মুখে মুখে শোনা যাচ্ছে, দুই চেয়ারম্যান প্রার্থীর মামলার গ্যাড়াকলে পড়ে কপাল খোলেছে সাবেক চেয়ারম্যান-মেম্বারদের। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তারাই বহাল থাকবেন। অন্যদিকে ব্যালট বাক্স ছিনতাই ও হামলা, ভাংচুরের অভিযোগে মামলা করেন ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার। মামলার প্রেক্ষিতে পুলিশ কয়েকজনকে আটক করে কারাগারে প্রেরণ করে। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে এলে এবং ব্যালট পেপারের হিসাব না পাওয়ায় ওই কেন্দ্রে পুনঃনির্বাচনের আদেশ দেন।


     এই বিভাগের আরো খবর