,

খাগাউড়ায় ব্যবসায়ীর জায়গা দখল করে বাড়ি নির্মাণের চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের এড়ালিয়া গ্রামে এক ব্যবসায়ীর জায়গা দখল করে বাড়ি নির্মাণের চেষ্টাসহ তার গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় তিনি হবিগঞ্জের এডিএম কোর্টে মামলা করেন। শুধু তাই নয় তাদের হুমকি ধামকির কারণে তিনি বাড়ি ঘর ছেড়ে সিলেট গোয়ালাবাজারে বসবাস করছেন। জানা যায়, খাগাউড়া (এড়ালিয়া) গ্রামের মৃত দেওয়ান মকবুল হোসেন চৌধুরীর পুত্র ভুক্তভোগী দেওয়ান মাসুক চৌধুরী মোজাম্মেলের পৈত্রিক জায়গার ওপর কুনজর পড়ে এড়ালিয়া গ্রামের মৃত দেওয়ান হাফিজুর রহমান চৌধুরীর পুত্র মোস্তাফিজুর রহমান স্বপ্নীলসহ ও কালিয়ারকোনা গ্রামের মৃত সামছু মিয়ার পুত্র মুহিদ মিয়া ৩/৪ ভূমিদস্যুরা। তারা দেশীয় অস্ত্র নিয়ে মাসুক চৌধুরীর পৈত্রিক সম্পত্তি এড়ালিয়া মৌজার ৬৭৭ ও ৫৫১, ৬৯২ হালে ৫৫৪ দাগে দুই ভাগের প্রায় ৫ শতক জায়গা দখল করে ঘর নির্মাণসহ চলাচলের রাস্তা বন্ধ করার চেষ্টা করছে। এমনকি তার পুকুর মাটি কেটে ভরাট করে দিয়েছে। মুহিদ ২ লাখ টাকার বিনিময়ে মোস্তাফিজুর রহমানের কাছ থেকে এ কাজের কন্ট্রাক নেন। আবার তার একটি মেরু গাছ জোরপূর্বক কেটে নিয়ে গেছে। এ ঘটনায় তিনি আরেকটি অভিযোগ দিলে খাগাউড়া পুলিশ ফাঁড়ির এসআই ফারুক মিয়া ঘটনাস্থলে যান এবং নিষেধ করেন। কিন্তু এ আদেশ অমান্য করে উল্লেখিতরা জোরপূর্বক গাছটি কেটে নিয়ে যায়। এ বিষয়ে তাকে বাড়াবাড়ি না করার জন্য প্রাণে হত্যার হুমকি দেয়। তাদের অত্যাচারে মাসুক চৌধুরী তার বড় ছেলেকে বিদেশ পাঠিয়ে দেন এবং বাদি তার স্বপরিবারে বাড়ি ঘর ছেড়ে সিলেটের গোয়ালাবাজারে বসবাস করছেন। বর্তমানেও তিনি স্বপরিবারে উল্লেখিতদের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এসব ঘটনা উল্লেখিতদের বিরুদ্ধে এডিএম কোর্টসহ বিভিন্ন আদালতে মামলা দায়ের করেন। এ ছাড়া পূর্বে বাদি একটি রাস্তা চলাচলের মামলায় জয়ী হন।


     এই বিভাগের আরো খবর