,

আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য চুনারুঘাটের আশিক গ্রেফতার

সংবাদদাতা ॥ একটি আন্তর্জাতিক প্রতারক চক্রের সদস্য মাসুক ওরফে আশিক (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে চুনারুঘাট থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রতারক হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কোনাগাঁও এলাকার আঃ রউফের ছেলে। মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আশরাফ জানান, সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই অজিদ কুমার তালুকদার ও এসআই আশিকুর রহমান সহ একদল পুলিশ তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পুলিশ ও বিভিন্ন অভিযোগ সূত্রে জানা যায়, প্রতারক মাসুক ওরফে আশিক বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল। মাসুক সহ তার চক্রটি লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ভুক্তভোগীদের অভিযোগের ভিক্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও উপজেলার যাত্রা কোনাগাও এলাকায় আব্দুল ওয়াহিদ মিয়ার পুত্র রকিবুল হাসনানকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অফিস সহায়ক হিসেবে ভূয়া নিয়োগপত্র দিয়ে সাড়ে ৪ লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে জেলা পরিসংখ্যান ব্যুরো অফিসে কতিথ নিয়োগপত্র নিয়ে গেলে বিষয়টি ভূয়া বলে প্রকাশ পায়। এর পর রকিবুলের পিতা গত ৩ জানুয়ারি চুনারুঘাট থানায় মাসুক ওরফে আশিক সহ ৩ প্রতারকের নামে মামলা দায়ের করেন। অভিযোগ উঠেছে মাসুক ওরফে আশিক অনুমোদনহীন এজেন্সির মাধ্যমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অনুমোদন ছাড়া লোকজনদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে ভুয়া ভিসা দিয়ে পরিবারের লোকজনদের কাছ থেকে নানাভাবে টাকা সংগ্রহ করতেন। যারা টাকা দিতে না পারতেন তাদেরকে বিভিন্ন জায়গায় আটকে রেখে নির্যাতন করে টাকা আদায় শেষে জঙ্গলে ছেড়ে দিতেন। এই সংঘবদ্ধ চক্রের সাথে বাংলাদেশ, ভারত, কাতার, ডুবাই, সৌদির দালাল চক্রের সংশ্লিষ্টতা রয়েছে। এছাড়াও এই চক্রটি বিদেশে নেওয়ার কথা বলে জাল ভিসা সরবরাহ করে এবং ঘন ঘন অফিস ও মোবাইল নম্বর পরিবর্তন করতেন। এক ভুক্তভোগী ফজর আলী নামের এক যুবক বলেন, আমাকে সৌদি আরব পাঠানোর কথা বলে ৩ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নিয়ে জাল ভিসা প্রদান করে। সে অন্ততঃ ৫ শতাধিক লোককে এভাবে অবৈধভাবে পাচার করেছে এবং জাল ভিসা দিয়ে টাকা আত্মসাৎ করেছে। আমরা এর বিচার চাই।


     এই বিভাগের আরো খবর