,

ফান্দ্রাইলে  আফজাল চৌধুরী হত্যার গ্রেফতারকৃত ২ আসামীর বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের হত্যা মামলার আসামি আলতাব চৌধুরী ও বিজয় চৌধুরীর ৫ দিনের রিমাণ্ডের আবেদন ও ভাংচুরের মামলার সেফুল লন্ডনীর ২ দিনের জেল রিমান্ড মঞ্জুর করা হয়েছে। গতকাল সোমবার অতিরিক্ত অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত রিমান্ড শুনানী শেষে জেল গেটে জিজ্ঞাসাবাদের জন্য আদেশ দেন। অপরদিকে হত্যা মামলার আসামি আলতাব ও বিজয় চৌধুরীর ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। বিজ্ঞ বিচারক আজ মঙ্গলবার তাদের উপস্থিতিতে রিমান্ড শুনানীর তারিখ ধার্য্য করেন। এর আগে উক্ত মামলার তদন্তকারী অফিসার কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ির পরিদর্শক নুনু মিয়া ৫ দিনের রিমান্ড আবেদন করেন। স্থানীয় সূত্রে জানা যায়, ফান্দ্রাইল গ্রামে ৩৫ বছরের পুরনো একটি মসজিদ নিয়ে বিরোধের জের ৫ জানুয়ারী সোমবার রাত ১টার দিকে পাচপীরের মাজারে ওরস চলাকালে আফজাল চৌধুরী খুন হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সাইফুল ইসলাম ওরফে সেফুল লন্ডনীর নেতৃত্বে ৩/৪শ লোক দেশীয় অস্ত্র নিয়ে তাউছ মিয়া ও তার লোকজনের বাড়ি ঘরে হামলা, ভাংচুর করে লুটপাট করে নিয়ে যায়। নারী ও শিশুদের মারপিট এবং নির্যাতন করে। এ ঘটনায় সেফুল লন্ডনীকে পুলিশ গ্রেফতার করে। অপরদিকে হত্যার ঘটনায় আলতাব ও বিজয়কে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তারা কারাগারে আটক রয়েছে। এ ছাড়া দুইটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর