,

নবীগঞ্জে অবৈধ স্থাপনা উচ্ছেদে, উপজেলা প্রশাসনের অভিযান

বাধা দেওয়ায় যুবকের কারাদন্ড

উত্তম কুমার পাল হিমেল ॥ নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত ও অবৈধ স্থাপনামুক্ত করতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। অষ্টম দিনের মত অভিযানে গতকাল মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন স্বাস্থ্যবিধি প্রতিপালন ও যানজট মুক্ত করতে প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করেন। এ সময় পৌরসভার মেয়র, অফিসার ইন চার্জ সহ নবীগঞ্জ থানা পুলিশ, কাউন্সিলর বৃন্দ, ০৮ নং সদর ইউ পি চেয়ারম্যান, স্থানীয় ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সকল নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কে বিভিন্ন মেয়াদে জরিমানা করা হয়। সরকারি কাজে বাধা প্রদান ও আঘাত করার প্রচেষ্টার জন্য পৌর এলাকার রাজাবাদ গ্রামের মৃত নুরুল ইসলামের পুত্র আব্দুর রাজ্জাক (৩৫), কে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সিধান্ত মতে নবীগঞ্জ পৌরসভা যানজট মুক্ত করতে এ কার্যক্রম ১১ জানুয়ারি থেকে এটি শুরু হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে এবং সকলের সহযোগীতা কামনা করছেন ইউএনও শেখ মহিউদ্দিন।


     এই বিভাগের আরো খবর