,

হবিগঞ্জ শহরের বাসা বাড়ি ও দোকানপাটে জিনিসপত্র চুরি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন বাসা বাড়ি ও দোকানপাটে মোবাইল ও ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে। দিনে দুপুরে কিংবা সন্ধ্যার পর থেকেই এসব ছিচকে চোরের দল বিভিন্ন এলাকায় উৎ পেতে থাকে। সুযোগ পেলেই কোনো না কোনো দোকান ও বাসা থেকে মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায় তারা। এরা বেশিরভাগই মাদকাসক্ত। টাকার জন্য তারা চুরি, ছিনতাইসহ বিভিণ্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে যাচ্ছে। সম্প্রতি শহরের বিভিন্ন বাসা ও দোকানপাটে চুরি হয়। কিন্তু আদৌ কোনো চোর কিংবা ছিনতাইকারী ধরা পড়েনি। এতে করে সাধারণ মানুষের মাঝে আতংক বিরাজ করছে। শীতের সময়ই এসব চুরি, ছিনতাই বৃদ্ধি পায়। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টায় শহরের উত্তর শ্যামলীর এক বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরির সময় ইকবাল মিয়া (২৫) নামের এক ছিচকে চোরকে আটক করেছে জনতা। উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়। বাবুল মিয়া বর্তমানে আলী হোসেনের পুত্র। এর আগে সদর থানার তৎকালীন এসআই মিজানুর রহমানের অনন্তপুরের ভাড়া বাসা থেকে রিভালভার চুরি করে নিয়ে যায় ইকবাল। পরে পুলিশ অভিযান চালিয়ে সেটি উদ্ধার করে। পুলিশ জানায়, লোকজন তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে চুরি ও মাদকের একাধিক মামলা রয়েছে।


     এই বিভাগের আরো খবর