,

ক্ষমা চাইলেন সালমান

বিনোদন ডেস্ক : মুম্বই বিস্ফোরণে দোষী সাব্যস্ত ইয়াকুব মেমনের ফাঁসির সাজার বিরুদ্ধে সরব হওয়ার একদিন পরেই এ ব্যাপারে বক্তব্য প্রত্যাহার করে নিলেন বলিউড অভিনেতা সালমান খান। একইসাথে এই বক্তব্যের জন্য ক্ষমা চান তিনি। শনিবার রাতে টুইটার বার্তায় ইয়াকুব মেমনকে নির্দোষ বলে অ্যাখ্যা দেন বলিউড অভিনেতা। তিনি দাবি করেছেন মুম্বাই বিস্ফোরণে আসল অভিযুক্ত পলাতক টাইগার মেমনের ফাঁসি হোক। এমনকি তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কাছেও আবেদন জানিয়েছেন, যদি টাইগার মেমন সেখানে লুকিয়ে থাকে, তাহলে তাকে যেন অবিলম্বে ভারতে ফিরিয়ে দেওয়া হয়। সলমন মনে করেন ইয়াকুবকে ফাঁসি দেওয়া আর মনুষ্যত্বের হত্যা করা একই ব্যাপার। ইয়াকুব মেমনকে নিয়ে সালমানের এমন মন্তব্যের পর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। এই নয়া বিতর্কের মাঝেই সালমানের বাড়ির বাইরে নিরাপত্তা জোরদার করেছে মুম্বই পুলিশ। সোশ্যাল মিডিয়ার পাশাপাশি, এ বিতর্কে দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। এ অবস্থায় রোববার সন্ধায় টুইটার বার্তায় সালমান ইয়াকুব মেমন সম্পর্কে তার বক্তব্য প্রত্যাহার করে বলেন, ‘আমার মন্তব্যের জন্য যদি কোন ভুল বুঝাবুঝি হয়ে থাকে সেজন্য আমি নি:শর্তভাবে ক্ষমা চাইছি। আমি বলতে চাইনি মেমন নিরপরাধ। কারণ দেশের বিচার ব্যাবস্থার প্রতি আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। ইয়াকুব আব্দুল রজ্জাক মেমন, ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণের অন্যতম ষড়যন্ত্রকারী। আগামী ৩০ জুলাই সুপ্রিম কোর্ট দাউদ ঘনিষ্ঠ ইয়াকুবের মৃত্যুদ-ের নির্দেশ দিয়েছে। সূত্রের খবর, ৩০ জুলাই সকাল ৭টায় নাগপুর সেন্ট্রাল জেলে ফাঁসি দেওয়া হবে ইয়াকুবকে।


     এই বিভাগের আরো খবর