,

জি কে গউছকে কারাগারে হত্যার চেষ্টার অভিযোগে মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি জেলা বিএনপি সাধারণ সম্পাদক জি কে গউছকে কারাগারে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। গতকাল রোববার দুপুরে তার ছোট ভাই জি কে গাফফার বাদী হয়ে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকারের আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্থাগঞ্জ পৌর এলাকার ছালেহ আহমেদ কনা মিয়ার ছেলে হত্যা মামলার আসামি ইলিয়াছ মিয়া ওরফে ছোটনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি স্থগিত করেছে। একই ঘটনায় হবিগঞ্জ কারাগারের জেলার বাদী হয়ে দায়ের করা মামলার প্রতিবেদন পেলে দুই মামলার কার্যক্রম একসঙ্গে শুরু হবে বলে আদেশ দেন আদালত। মামলার বিবরণে জানা যায়, আসামি ইলিয়াছ মিয়া দু’টি হত্যা মামলার আসামি। সে বর্তমানে হবিগঞ্জ কারাগারে বন্দি আছে। জি কে গউছ একই কারাগারে সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার আসামি হিসেবে বন্দি আছেন। গত ১৮ জুলাই ঈদের নামাজ শেষে সকাল ৯টার দিকে গউছ তার ডিভিশনপ্রাপ্ত সেলে যাবার সময় সেলের সামনের রাস্তায় আসামি ইলিয়াছ বালতির হাতল দিয়ে হত্যার উদ্দেশে গউছের মেরুদন্ডের পাশে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় সাক্ষী শফিকুর রহমান শফিক, ইমদাদুল হক এমরান, রকি, শফিক, ইমতিয়াজ আব্দুল্লাহ কয়েছসহ কয়েকজন ইলিয়াছের হাত থেকে গউছকে রক্ষা করেন। তাৎণিক কর্তৃপক্ষ ইলিয়াছকে তাদের হেফাজতে নিয়ে যায় এবং গউছের চিকিৎসার ব্যবস্থা করা হয়। পরে, উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতাল বর্তমানে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন।


     এই বিভাগের আরো খবর