,

হবিগঞ্জে ভাঙারি ব্যবসার আড়ালে জমে উঠেছে মাদক ব্যবসা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ভাঙারি ব্যবসার আড়ালে মাদক ব্যবসা জমে উঠেছে। এর মাঝে বেশ কয়েকজন ভাঙারি ব্যবসায়ী রয়েছে যাদের নুন আনতে পান্তা ফুরাতো, আজ তারা লাখ লাখ টাকার মালিক বনে গেছে। অভিযোগ রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর অসাধু কিছু সদস্যকে ম্যানেজ করে তারা এসব ব্যবসা চালিয়ে যাচ্ছে। আবার কেউ কেউ চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত। লোক দেখানোভাবে ভাঙারি ব্যবসায়ীরা ব্যবসার আড়ালে মাধবপুর, চুনারুঘাটসহ বিভিন্ন সীমান্ত দিয়ে গাঁজা, ফেনসিডিল ইয়াবাসহ মাদক পাচার করছে। আবার কেউ কেউ কোর্টের মালখানা থেকে কৌশলে মেয়াদোত্তীর্ণ মাদক নিয়ে যায়। করাব গ্রামের শিশু মিয়ার পুত্র রিপন মিয়া ফেরি করে ভাঙারি মাল কেনা বেচা করতো। বর্তমানে সে মালখানা থেকে কৌশলে বিভিন্ন মাল নিয়ে বিক্রি করে লাখ লাখ টাকার মালিক হয়ে গেছে। সম্প্রতি মালখানা থেকে মাদক পাচারের সময় সদর থানার পুলিশের হাতে রিপন আটক হয়। পরে মাসখানেক হাজতবাস করে জামিনে বেরিয়ে এসে পুনরায় এসব ব্যবসা চালিয়ে যায়। তখনকার কোর্ট ইন্সপেক্টর আল আমিন এসব জানতে পেরে রিপনকে হাজতখানার আশেপাশে যেতে নিষেধ করেন। কিš’ তিনি ডিবিতে বদলী হলে রিপন আবারও পুলিশের সাথে আতাত করে মালখানায় যাওয়া আসা শুরু করে। আবার বিভিন্ন মোটর সাইকেল ও গাড়ি গোপনে নিলামের মাধ্যমে অল্প মূল্যে নিয়ে যায়।


     এই বিভাগের আরো খবর