,

নবীগঞ্জে সাড়ে তিন একর সরকারী খাস জমি উদ্ধার

জাবেদ তালুকদার ॥ নবীগঞ্জে অবৈধভাবে বিভিন্ন ব্যাক্তির দখলে থাকা সরকারী খাস ৩.৫০ একর ভূমি উদ্ধার করেছে নবীগঞ্জ উপজেলা প্রশাসন। উদ্ধারকৃত ভূমির আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা হবে বলে জানা গেছে। গতকাল সোমবার নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া মৌজার ৬১২২ ও ৬১২৩ নং দাগে দিনব্যাপী অভিযান চালিয়ে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ উক্ত ভূমি উদ্ধার করেন। জানা যায়, নবীগঞ্জ উপজেলার ২নং বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের বাগাউড়া মৌজার ৬১২২ ও ৬১২৩ নং দাগে প্রায় ৩.৫০ একর সরকারী খাস ভূমি বিভিন্ন ব্যাক্তির দখলে ছিল। এতে বিভিন্ন অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়। সোমবার দিনব্যাপি উক্ত স্থানে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। এসময় প্রায় ৩.৫০ একর সরকারী খাস ভূমি ও এর উপড় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানকালে সার্ভেয়ার আমিনুর রহমান, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মিথুন রঞ্জন দাশ ও চেইনম্যান মানিক উপস্থিত ছিলেন। এস আই আবু বক্কর এর নেতৃত্বে একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেনে। বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ বলেন, আজ দিনব্যাপি অভিযান চালিয়ে ৩.৫০ একর সরকারী খাস ভূমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকারী ভূমি উদ্ধার ও অবৈধ স্থাপনা উচ্ছেদে এ অভিযান অব্যাহত থাকবে।


     এই বিভাগের আরো খবর