,

নবীগঞ্জে চাঁদাবাজির অভিযোগে আউশকান্দির দুলাল জেল হাজতে

সংবাদদাতা ॥ ২ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগে নবীগঞ্জের দুলাল জেল হাজতে। অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মছব্বির মিয়ার পুত্র দুলাল মিয়া (৩০) এর বিরুদ্ধে ২ লাখ টাকার চাদাঁবাজির মামলা দায়ের করা হয়। গত ১৯ সেপ্টেম্বর ২০২১ইংরেজীতে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মিটাপুর গ্রামের মৃত আব্দুল আহাদ মিয়ার পুত্র ফয়ছল আহমেদ। মামলার এজাহার সূত্রে জানা যায়, আউশকান্দি হীরাগঞ্জ বাজারস্থ শহীদ কিবরিয়া রোড সংলগ্ন ফয়ছল আহমেদ এর একটি কলনী ও ফার্নিচারের দোকান রয়েছে। এতে গত ১১ সেপ্টেম্বর ওই ব্যবস্থা প্রতিষ্ঠানে দুলাল তার লোকজন নিয়ে গিয়ে ফয়ছলের নিকট ব্যবসা করতে হলে তাকে ২ লাখ টাকা চাঁদা দেয়ার জন্য দাবী করে। এ সময় টাকা দিতে অম্বীকৃতি জানালে দুলাল দেশীয় অস্ত্র দিয়ে ফয়ছলকে প্রাণে হত্যার চেষ্টা করে। এ সময় ফয়ছলের চিৎকারে আশপাশের স্থানীয় লোকজন এগিয়ে আসলে দুলাল ও তার লোকজন পালিয়ে যায়। এ ঘটনায় নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করে ভুক্তভোগী ফয়ছল। পরবর্তিতে গত ১৯ সেপ্টেম্বর রবিবার হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটে আদালতে চাঁদাবাজির অভিযোগ এনে উপজেলার আউশকান্দি ইউনিয়নের দেওতৈল গ্রামের মৃত মছব্বির মিয়ার পুত্র মোঃ দুলাল মিয়া (৩০) কে আসামী করে মামলা দায়ের করেন। মামলাটি আমলে নিয়ে চলতি মাসের ভিতরে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করার জন্য নবীগঞ্জ থানার ওসিকে নির্দেশ দেয়া হয়। এ ব্যাপারে নবীগঞ্জ থানা থেকে তদন্ত কারী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম আদালতে প্রতিবেদন দাখিল করেন। বিজ্ঞ আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে গত ২৯ সেপ্টেম্বর ২০২১ ইং তারিখ আসামী দুলালের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করেন। দুলালের বিরুদ্ধে তার এলাকা সহ নবীগঞ্জে অহরহ নানান অপকর্মের সাথে সে জড়িত রয়েছে। এমনকি গত ২ জুন ২০২০ইংরেজী তারিখে অন্য একটা চাঁদাবাজি মামলায় সে কারা ভোগ করে। যাহার নবীগঞ্জ থানা জিআর নং ২/৯৫। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে গত ২৯ নভেম্বর ২০২১ইং দুলালের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। যার স্মারক নং /িধ ৬১০৯। গত মঙ্গলবার সকালে দুলাল জামিন চাইতে আদালতে গেলে আদালত তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর