,

নবীগঞ্জে সরকারী বিল দুই ভাগ করে পারিবারিক রাস্তা নির্মাণের অভিযোগ

সংবাদদাতা : নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের মুক্তাহার গ্রামে সরকারী বিল দুই ভাগ করে পারিবারিক রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফনি ভূষন দাশ এ অভিযোগ দায়ের করেন। গত (৩০ জানুয়ারী) হবিগঞ্জ জেলা প্রশাসক বরাবর অভিযোগ করা হয়েছে। অভিযোগ সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের এই গ্রামের ১নং খতিয়ানের জমি রয়েছে। যার দাগ নং ২৪২৪ চতলী/গর বিল নামে পরিচিত। এই দাগটি ১নং খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। অভিযোগে আরো বলা হয়, সরকারী বিল দুই ভাগ করে একই গ্রামের বাসিন্দা আশিষ দাশ নামে এক ব্যক্তি বিলের উপর দিয়ে পারিবারিক রাস্তা নির্মাণ করেছেন। তার ইচ্ছেমত বিলের জায়গা দখল করা শুরু করেছে। যাহা সরকার বাহাদুরের ও সাধারণ জনগনের অত্যন্ত তির কারণ। এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে গ্রামবাসীর পক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়েছে। সরকারী বিল দুই ভাগ করে পারিবারিক রাস্তা নির্মাণ সম্পর্কে জানতে চাইলে আশিষ দাশ এ প্রতিনিধিকে বলেন, আমাদের চলাচলের বিকল্প কোনো রাস্তা না থাকায় বিগত ৫ বছরপুর্বে তৎকালীন সংরক্ষিত আসনের এমপি কেয়া চৌধুরী ও সাবেক উপজেলা চেয়ারম্যান এড. আলমগীর চৌধুরী রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেন। এতে আমরা ২০টি পরিবারের লোকজন এই রাস্তার উপর দিয়ে চলাচল করি। এছাড়াও পার্শ্ববর্তি মুক্তারহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে। পূর্ব শত্রুতার জের ধরে গ্রামের কতিপয় ব্যক্তিদের ইন্ধনে আমার বিরুদ্ধে নানা মিথ্যাচার করা হচ্ছে।


     এই বিভাগের আরো খবর