,

আজমিরীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ড্রেজার মেশিন এবং প্রায় ১ হাজার মিটার পাইপ ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে আজমিরীগঞ্জ পৌরসভার কালনী নদীতে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করা হয়। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করায় ভৈরব এলাকার হাজী মোঃ নুর নবীর পুত্র সুমন মিয়া ও নাসিরনগর এলাকার মোঃ নুর ইসলামের পুত্র মোঃ সুরুজ মিয়াকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জানা যায়- বেশ কিছুদিন ধরে উপজেলার নদ-নদী সহ বিভিন্ন স্থানে একটি প্রভাবশালী বালুখেকো চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। প্রশানের অভিযানে সরঞ্জামাদি জব্দ-ধ্বংস করলেও থামছে না বালু খেকো চক্রটি। এভাবে বালু উত্তোলনের ফলে এলাকায় নদী ভাঙ্গন, ফসলি জমি বিনিষ্ট হওয়া সহ পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে।


     এই বিভাগের আরো খবর