,

রমজানজুড়ে ইফতার সেবা দিলো মানিক চৌধুরী পাঠাগার

স্টাফ রিপোর্টার : মানিক চৌধুরী পাঠাগার কর্তৃপ তার নিজস্ব স্বল্প সামর্থ্যে রমাজানের প্রতিদিন ২০ জন দরিদ্র দিনমজুর রোজাদারকে ইফরতা সেবা দিয়ে আসছে। এ বছর নিয়ে দুই বছর ধরে পুরো রমজানে মানিক চৌধুরী পাঠাগার’ এই অনন্য কার্যক্রম অব্যাহত রেখেছে। ভাষাসংগ্রামী ও গেরিলা মুক্তিযোদ্ধা মরহুম কমান্ডেন্ট মানিক চৌধুরীর স্মৃতির স্মরণে স্থাপিত ‘মানিক চৌধুরী পাঠাগার’ একটি সদকায় জারিয়া প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার শুরু থেকে একটি মানসম্মত পাঠক শ্রেনী গড়ার পাশাপাশি একটি মানবিক সমাজ গঠনে পাঠাগারটি সৃষ্টির সেবায় কাজ করছে। পাঠাগারটির প্রতিষ্ঠাতা আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী গত দুই ধরে রমজানের এই কার্যধারা অব্যহত রাখায় স্রস্টার শুকরিয়া আদায় করে তিনি বলেন, ক্ষুদ্র সামর্থ্য কিন্ত আন্তরিকতায় ভরপুর আমাদের এই সেবাদান কার্যধারা। ভালো ও মানসম্মত বই পড়ানোর মত সমাজকর্মের পাশাপাশি জনহিতকর সব কাজে মানিক চৌধুরী পাঠাগার সবসময় কাজ করবে বলে আশা প্রকাশ করেন।


     এই বিভাগের আরো খবর