,

দলের সর্বোচ্চ গোলদাতা হয়েও ম্যানচেস্টারে অনিশ্চিত রোনালদোর

সময় ডেস্ক : জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর ব্যক্তিগত পারফরম্যান্স খারাপ নয় ক্রিস্টিয়ানো রোনালদোর। চলতি মৌসুমে দলের সর্বোচ্চ গোলদাতা তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে তাঁর চেয়ে বেশি গোল দিয়েছেন কেবল লিভারপুলের মোহামেদ সালাহ। তবুও ম্যানচেস্টার ইউনাইটেডে ভবিষ্যৎটা এখনও নিশ্চিত নয় রোনালদোর। ম্যানইউয়ের নতুন কোচ এরিক টেন হাগের পরিকল্পনায় সিআরসেভেন থাকবেন কিনা তা জানেন না বর্তমান অন্তর্বতীকালীন কোচ রালফ রাংনিক। কোচ হিসেবে মৌসুম শেষেই তার অধ্যায় শেষ হলেও পরামর্শক হিসেবে থাকছেন রাংনিক। এদিকে, এখনও দলের সঙ্গে এক বছর চুক্তি বাকি রয়েছে রোনালদোর। তারপরও ম্যানচেস্টারে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে সন্দিহান রাংনিক। রোনালদোর ভবিষ্যৎ সম্পর্কে রাংনিক বলেন, ‘এই ব্যাপারটি নিয়ে বোর্ড এবং আমার সঙ্গে এরিকের সঙ্গে আলোচনা হবে। ক্রিস্টিয়ানোর আরো এক বছরের চুক্তি আছে। সে কি চায় এটাও গুরুত্বপূর্ণ। তবে দিন শেষে এটা এরিক এবং ক্রিসের (রোনালদো) সম্মিলিত সিদ্ধান্ত হবে। আমার পক্ষে এটা বলা সম্ভব না।’ রাংকিন আরো বলেন, ‘এই মুহূর্তে, আমরা ক্রিস্টিয়ানোর উপর অনেক বেশি নির্ভর করছি। চেলসির দখলে থাকা ম্যাচেও সে ভালো পারফরম্যান্স দেখিয়েছে। তবে এটা নিশ্চিত যে, কিছু নতুন স্ট্রাইকার আনার দিকে মনোযোগ দিতে হবে। ’


     এই বিভাগের আরো খবর