,

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা’র উদ্যোগে হবিগঞ্জে মাদক ও সন্ত্রাস বিরোধী সভা

প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা হবিগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকার শনিবার সকাল ১০ টায় হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর ইউনিয়নের পাইকপাড়া মুন্সিবাড়ী প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। মানবাধিকার সংস্থার হবিগঞ্জ সদর উপজেলা কমিটির সভাপতি এডভোকেট মো: সফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি ও সমাজসেবী অবসরপ্রাপ্ত স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা হাজী মো: আব্দুল মঈন আনসারী। সভায় বক্তৃতা রাখেন- সংগঠনের সাধারন সম্পাদক নুরুন নবী মিন্টু, যুগ্ম সম্পাদক ড. শেখ এম এ জলিল ও সৈয়দা হাফিজুন্নেছা কান্তা, ব্যাংক কর্মকর্তা মো: ফয়সল আনসারী, স্কুল শিক্ষিকা মোরশেদা আক্তার, জাহানারা আনসারী, প্রাইমারী প্রধান শিক্ষক আবু আনাস আল এমরান, চাহেল নুর উদ্দিন খান, তেঘরিয়া ইউপির সাবেক চেয়ারম্যান লিয়াকত আলী সহ এলাকার বিশিষ্ট সমাজসেবক ও নেতৃস্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় বক্তাগন বলেন, সারাদেশে দিন দিন মদ্যপায়ীদের সংখ্যা বেড়েই চলেছে। প্রত্যন্ত এলাকাসহ সর্বত্র মদ্যপায়ীদের উৎপাত বিশেষ করে মদ্যপানে যুবসমাজের আসক্তি বৃদ্ধি এবং তৎপরবর্তীতে পথভ্রষ্ট একশ্রেণীর যুবক নানা অসামাজিক ও অন্যায় কাজে লিপ্ত হয়ে পড়ছে। ফলে প্রতিনিয়ত নানা ধরনের অপ্রীতিকর ঘটনাসহ সমাজে অশান্তি বৃদ্ধি পাচ্ছে। বক্তাগণ দেশ ও সমাজের স্বার্থে মাদক, সন্ত্রাস, নারী নির্যাতন, শিশু পাচার, এসিড সহিংসতা, অন্যায় অত্যাচারসহ সব ধরনের অপরাধ চিরতরে নির্মূল করার মাধ্যমে একটি সুখী, সুন্দর, সমৃদ্ধ সমাজ গঠন এবং দেশ ও জাতির কল্যানে দলমত নির্বিশেষে হাতে হাত মিলিয়ে একযোগে কাজ করার জন্য সর্বস্তরের সচেতন জনগনের প্রতি আহবান জানান।


     এই বিভাগের আরো খবর