,

হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ২ গিগাবাইটের ফাইল

সময় ডেস্ক : গত এপ্রিল মাসজুড়ে পরীক্ষা চালানোর পর আনুষ্ঠানিকভাবে সব ব্যবহারকারীর জন্য দুই গিগাবাইট পর্যন্ত ফাইল বিনিময়ের সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। ফলে বার্তা বিনিময়ের পাশাপাশি এখন থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে দুই গিগাবাইট আকারের ফাইল পাঠানোর সুযোগ মিলবে। এতদিন হোয়াটসঅ্যাপে সর্বোচ্চ ১০০ মেগাবাইট ধারণক্ষমতার ফাইল পাঠানোর সুযোগ মিলত। বড় আকারের ফাইল বিনিময়ের পাশাপাশি আনুষ্ঠানিকভাবে ইমোজির মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর সুযোগ চালু করেছে হোয়াটসঅ্যাপ। এ সুবিধা কাজে লাগিয়ে বন্ধু বা পরিচিত ব্যক্তিদের পাঠানো বার্তায় ছয় ধরনের প্রতিক্রিয়া জানানো যাবে। বর্তমানে নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারী বার্তায় প্রতিক্রিয়া জানাতে পারলেও এক সপ্তাহের মধ্যে সবার জন্য এ সুযোগ উন্মুক্ত করা হবে। অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে এ সুযোগ মিলবে। গ্রুপের পরিধিও বৃদ্ধি করছে হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে সর্বোচ্চ ৫১২ জনের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বার্তা বিনিময় করা যাবে। বর্তমানে সর্বোচ্চ ২৫৬ জনকে নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা যায়। তবে শুরুতেই সব ব্যবহারকারী এ সুযোগ পাবেন না। ধীরে ধীরে সবার জন্য এ সুবিধা উন্মুক্ত করা হবে। মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপে এন্ড টু এন্ড এনক্রিপশন-সুবিধা চালু থাকায় নিরাপদে তথ্য, ছবি ও ভিডিও বিনিময় করা যায়। আর এ কারণে বিশ্বব্যাপী খুবই জনপ্রিয়তা পেয়েছে ইনস্ট্যান্ট মেসেজিং সেবাটি। সূত্র- দ্য ভার্জ


     এই বিভাগের আরো খবর