,

স’মিল শ্রমিক সংঘের ছবিযুক্ত পরিচয়পত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

নবীগঞ্জ উপজেলা স’মিল শ্রমিক সংঘের ছবিযুক্ত পরিচয়পত্র প্রদান

প্রেস বিজ্ঞপ্তি : নবীগঞ্জ উপজেলা স’মিল শ্রমিক সংঘের (রেজিঃ নং- মৌল ৩০) ছবিযুক্ত পরিচয়পত্র প্রদান করা হয়েছে। গত ৬ মে (শুক্রবার) বিকাল ৩.০০ ঘটিকায় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ উপলক্ষ্যে এক সভার আয়োজন করা হয়। নবীগঞ্জ উপজেলা স’মিল শ্রমিক সংঘের সভাপতি মোহাম্মদ সাফিক মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স’মিল শ্রমিক ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন। এতে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা স’মিল শ্রমিক সংঘের সাধারণ সম্পাদক মোঃ সামছু মিয়া, সহ-সভাপতি আবুল বশর, সহ-সাধারণ সম্পাদক সফাত আলী, কোষাধ্যক্ষ আবুল বার, প্রচার সম্পাদক আব্দুল হাই, দপ্তর সম্পাদক আওয়াল মিয়া, সদস্য অনু মিয়া, কনর মিয়া, শামীম আহমেদ, মামুন মিয়া, আলী আসকর, সামাদ মিয়া, সাইফুর রহমান, ফারুক মিয়া, আঙ্গুর মিয়া, শফিকুল ইসলাম, খালেদ মিয়া, আলমগীর মিয়া, জিলু মিয়া, দুলু মিয়া। সভায় প্রধান অতিথি ৩৩ জন সদস্যর মাঝে ছবিযুক্ত পরিচয়পত্র প্রদান করা হয়। এ সময় নেতৃবন্দ স’মিল সেক্টরে নিম্নতম মজুরি বোর্ডের মাধ্যমে অবিলম্বে বাজারদরের সাথে সংগতিপূর্ণ ন্যায্য মজুরি ঘোষণা, ৮ ঘন্টা কর্মদিবস শ্রমআইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো এবং স’মিল শ্রমিকসহ শ্রমিক-কৃষক মেহনতি জনগণের জন্য স্বল্পমূল্যে সর্বাত্নক রেশনিং চালুর দাবি জানান।


     এই বিভাগের আরো খবর