,

নবীগঞ্জে বাস চাপায় সিএনজি চালক ও যাত্রীর মৃত্যু :: বাসচালক আটক

এম. এ মুহিত : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রোকনপুর বাজারে বাস চাপায় অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার পানিউমদা ইউনিয়নের রোকনপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সিএনজি অটোরিকশা চালক রোকনপুর গ্রামের শাহ জহুর আলীর ছেলে শাহ আরশ আলী (৩০), ও অটোরিকশার যাত্রী ওই গ্রামের মৃত গোলাপ আলীর স্ত্রী নুরেয়া বেগম (৩৫)। পুলিশ জানায়- সিএনজি অটোরিকশা যোগে বাহুবল যাচ্ছিলেন রোকনপুর গ্রামের নুরেয়া বেগম (৩৫)। পথিমধ্যে রোকনপুর বাজারে পৌছা মাত্রই সিলেট থেকে ঢাকাগামী ঢাকা মেট্রো (ব ১৫-৭৫৫১) যাত্রীবাহী এম আর পরিবহনের বাস পিছন দিক থেকে সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলে সিএনজি চালক শাহ আরশ আলী (৩০) ও যাত্রী নুরেয়া বেগম (৩৫) নিহত হন। এ সময় স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা ও গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করেন। এ ঘটনায় বাসের চালক নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের মিজিমিজি গ্রামের মৃত মহবত আলীর ছেলে নূর নবীকে (২৮) কে আটক করা হয়েছে ও দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে থানা হেফাজতে রাখা হয়েছে। শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিমল দাশ নিহতের সত্যতা নিশ্চিত করে এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।


     এই বিভাগের আরো খবর