,

চট্টগ্রাম টেস্ট ::: ম্যাচ সেরা ম্যাথুস, মোস্ট ভ্যালুয়েবল নাঈম

সময় ডেস্ক : চট্টগ্রাম টেস্টের ম্যাচসেরা হয়েছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথুজ। ম্যাচের প্রথম ইনিংসে তিনি মাত্র ১ রানের জন্য ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি মিস করেছেন। ওই ইনিংসে বল হাতে লঙ্কানদের স্কোর ৪০০ ছাড়াতে দেননি বাংলাদেশের তরুণ স্পিনার নাঈম হাসান। তাকে ম্যাচের ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’-এর পুরস্কার দেওয়া হয়েছে। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে এক প্রান্ত আগলে রেখে ৩৯৭ বলে ১৯৯ রানের দারুণ ইনিংস খেলেছিলেন ম্যাথুজ। চার নম্বরে নেমে আউট হয়েছেন শেষ ব্যাটার হিসেবে। তার ইনিংসে ছিল ১৯টি চার এবং ১টি ছক্কার মার। ম্যাচের দ্বিতীয় দিন ম্যাথুজকে সাকিব আল হাসানের তালুবন্দি করেই লঙ্কানদের ইনিংসের ইতি টেনে দেন নাঈম হাসান। মাত্র ১ রানের জন্য হতাশায় ডুবতে হয় ম্যাথুজকে। ১৫ মাস পর টেস্ট ক্রিকেটে ফেরা নাঈম লঙ্কানদের প্রথম ইনিংসে নেন ৬ উইকেট। ৩০ ওভার বল করে ৪টি মেডেনসহ রান দিয়েছেন ১০৫। তার শিকারগুলো ছিল ওসাদা ফার্নান্দো (৩৬), দিমুথ করুণারত্নে (৯), অ্যাঞ্জেলো ম্যাথুজ (১৯৯), দিনেশ চান্দিমাল (৬৬), নিরোশান ডিকাভেলা (৩) এবং আসিথা ফার্নান্দো (১)। দ্বিতীয় ইনিংসে ২৩ ওভারে ৫ মেডেনসহ ৭৯ রান খরচ করলেও নাঈম কোনো উইকেট পাননি। এই ইনিংসে বল হাতে জ্বলে উঠেছিলেন ৪ উইকেট নেওয়া তাইজুল।


     এই বিভাগের আরো খবর