,

বাহুবলে যথাযোগ্য মর্যাদায় ভূমি সেবা সপ্তাহ পালিত

জুবায়ের আহমেদ, বাহুবল থেকে : বাহুবলে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ১৯ মে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা নির্বাহী অফিসার মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল আমিনের পরিচালনায় এক আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উক্ত র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আলহাজ্ব হুসেন শাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম সোহেল আহমেদ কুটি, বাহুবল মডেল প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম নুর, মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ, ভূমি অফিসের প্রদান সহকারী মানিক চন্দ্র কর, শফিকুল ইসলাম, সার্ভেয়ার মোঃ শাহীন মিয়া, ৭নং ইউনিয়নের (ভূমি) সহকারী সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা বলেন জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশে একযোগে ভূমি সেবা সপ্তাহ ২০২২ অনুষ্ঠিত হয়েছে, এ উপলক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়। ১৯ মে হতে ২৩ মে পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ চলবে, এ উপলক্ষে উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে স্থাপন করা হয়েছে তথ্যকেন্দ্র ও সেবাবুথ-ই-নামজারি আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়, নিষ্পত্তিকৃত এলএ কেসের ক্ষতিপূরণ প্রদান, খতিয়ানের সার্টিফাইড কপি তাৎক্ষণিক সরবরাহ, ডাকযোগে মৌজাম্যাপ প্রেরণ, ভিপি লিজফি আদায়সহ সকল ধরণের ভূমি সেবার জন্য এ সেবাবুথ স্থাপন করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর