,

র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের অভিযানে ওসমানী নগর থেকে ৫৯১ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার-২ :: ট্রাক জব্দ

স্টাফ রিপোর্টার :: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)- ৯ এর অভিযানে ৫৯১ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল গতকাল রবিবার ২২মে ২০২২ইং দুপুরে সিলেট জেলার ওসমানীনগর থানাধীন ২নং সাদিপুর ইউনিয়নের শেরপুর টোল প্লাজার উত্তর পাশে অভিযান পরিচালনা করে ৫৯১ বোতল ফেন্সিডিল এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক সহ দুইজন মাদক ব্যবসায়ী কেগ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা সিলেট জেলার গোয়াইন ঘাট থানার পূর্নানগর এলাকার বাসিন্দা মোঃ সামছুদ্দিন এর ছেলে মহিবুর রহমান (৩০) এবং মৃত আঃ ছালেক এর ছেলে মোঃ গোলাম কিবরিয়া ছালেক (৫০)। তারা একই গ্রামের বাসিন্দা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৯ তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা অবৈধ ফেন্সিডিল ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা নিত্যনতুন কৌশল অবলম্বন করে বিভিন্ন যানবাহন যোগে মাদক পরিবহনের কাজকরত। সংগ্রহকৃত ফেন্সিডিল ব্যবহার করে এই মাদক ব্যবসায়ী চক্র সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করত। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ওজব্দকৃত আলামত ওসমানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর