,

নবীগঞ্জের বেতাপুর গ্রামে জুয়েল মিয়ার বাড়িতে চলছে জমজমাট জুয়ার আসর

স্টাফ রিপোর্টার :: নবীগঞ্জ উপজেলার ৮নং সদর ইউনিয়নের গুজাখাইর বেতাপুর গ্রামের মৃত আব্দুল হকের পুত্র জুয়েল মিয়ার বাড়িতে চলছে জমজমাট জুয়ার আসর।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন দূর দূরান্ত থেকে ওই এলাকায় জুয়ার আসরে যুবকসহ বিভিন্ন বয়সী মানুষ জুয়া খেলতে আসে। এসবের ফাঁদে পড়ে অনেকেই টাকা-পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে বাড়ি ফিরে যায়। স্থানীয়দের অভিযোগ, এলাকার কিছুপ্রভাবশালী ব্যক্তিরা এই জুয়ার আসর বসিয়ে এলাকার পরিবেশ নষ্ট করছে। এখানে খেলতে আসা বেশিরভাগই নিম্নআয়ের মানুষ। দূর দূরান্ত থেকে বিত্তশালী বহিরাগতদের নিয়ে দিন- রাত হাজার হাজার টাকার বাঁজি ধরে তাসের আড্ডা বসিয়ে চলছে বাণিজ্য। গভীর রাত পর্যন্ত এ আড্ডা দেখা যাচ্ছে। এসবের কারণে এলাকায় চুরি-ছিনতাই, মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত কার্যক্রম বেড়েই চলছে। এমনভাবে চলতে থাকলে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাবে। এদিকে জুয়ার কারণে দিন দিন বেড়েই চলেছে পারিবারিক সহিংসতা ও কলহ। এ জুয়ার কারণে পারিবারিক ভাবে বহু পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছে।

অতিবিলম্বে প্রশাসনের প্রতি দাবী জুয়ার আসর ভেঙে গুড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।


     এই বিভাগের আরো খবর