,

নবীগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আঃ সালাম ॥ শ্রেণী শিক্ষক প্রিয়তোষ

স্টাফ রিপোর্টার : জাতীয় শিক্ষা সপ্তাহে নবীগঞ্জ উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম। এছাড়াও উপজেলার শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক (বিজ্ঞান) প্রিয়তোষ চক্রবর্তী অর্পন। গতকাল মঙ্গলকার বিকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে ই-মেইলের মাধ্যমে তাদের বিষয়টি নিশ্চিত করা হয়। এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার সাদেক হোসেন বলেন, শিক্ষকের অভিজ্ঞতা, শিক্ষার মান দ্রুত বৃদ্ধি পাওয়া, ডিজিটাল কন্টেইন্ট তৈরী ও চারিত্রিক ধীরতাসহ বিভিন্ন দিক বিবেচনায় তাদের উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে মনোনিত করা হয়েছে। উল্লেখ্য, নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম ইতিপুর্বে ২০১৬ সালেও উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি মৌলভীবাজার সাধু হাটি হাইস্কুলে ও নবীগঞ্জের আউশকান্দি হাইস্কুলের সুনামের সহিত শিক্ষকতা করেন। পরে নবীগঞ্জ যোগল কিশোর মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে শিক্ষার গুণগতমানসহ বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ সুশৃংখল ভাবে রক্ষাসহ সুনামের সহিত বিদ্যালয় পরিচালনা করে আসছে। অপর দিকে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক প্রিয়তোষ চক্রবর্তী অপর্ন পৌর এলাকার শিবপাশা গ্রামের উক্ত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক প্রশান্ত কুমার চক্রবর্তীর ছেলে। উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক একই স্কুলে নির্বাচিত হওয়ায় অত্র স্কুলের শিক্ষক, শিক্ষার্থীসহ অভিভাবকদের মাঝে উল্লাস দেখা দিয়েছে।


     এই বিভাগের আরো খবর