,

অষ্ট গ্রাম উচ্চ বিদ্যালয়ের পাঠ দান অব্যাহত রাখার সিদ্ধান্ত

আব্দুল মুহিত : নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়নের বাজকাশারা অষ্ট গ্রাম উচ্চ বিদ্যালয়ের সাধারণ সভায় বিদ্যালয়ের পাঠ দান অব্যাহত রাখার সিদ্ধান্ত গ্রহণ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় বিদ্যালয়ের প্রাঙ্গনে ৮ গ্রামের মুরুব্বীয়ান ও এলাকাবাসির সমন্বয়ে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। লন্ডন প্রবাসী আলহাজ্ব জলাল মিয়ার সভাপতিত্বে এবং মাষ্টার সুহেল আহমেদ সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন হাজী আলাউদ্দিন, সাংবাদিক আব্দুল মুহিত, আবু সায়িদ, আব্দুর রউফ, আবুল কাশেম, সাংবাদিক সেলিম উদ্দিন, মিজানুর রহমান, মৌলদ মিয়া, আকলিছ মিয়া,দূরদ মিয়া, লোকমান হোসেন লক্কু, আউয়াল মিয়া, ঝরন সূত্র ধর, ধনাই মিয়া, সিরাজ মিয়া, আল আমীন মিয়া, বিপুল দাশ, আল আমীন তালুকদার প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিদ্যালয়ের কোনো শিক্ষক এর কারণে ছাত্র-ছাত্রীর লেখাপড়া ক্ষতি না হয় সে দিকে দৃষ্টি দেওয়ার জন্য আহবান জানান এবং আগামী ১ জুন সবাইকে নিয়ে আবার ও সম্বয়ক সভা ঘোষণা প্রদান করা হয়। ভুমি দাতা সদস্য আলহাজ্ব কুতুব উদ্দিন এর প্রতিশ্রুতি দেওয়ার নতুন ভবনের কার্যক্রম দ্রুত গ্রহণের সিদ্ধান্ত জানানো হয়।


     এই বিভাগের আরো খবর