,

২৩ নাটকের কোটি ভিউ ‘এই চেষ্টা অব্যাহত থাকবে’ -অমি

সময় ডেস্ক : কাজল আরেফিন অমির নাটক মানেই সোশ্যাল প্ল্যাটফরমে হিট। এমনটাই দেখা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। অমির নাটকগুলোর ভিউ অনেক। বরাবরের মতো এবারের ঈদেও অমি ছিলেন অনবদ্য। ঈদের ‘ব্যাড বাজ’ নাটকটি ইউটিউবে ২৮ দিনে এক কোটি ভিউ হয়। বিষয়টি কাজল আরেফিন অমি নিজের ফেসবুকে নতুন একটি তথ্যও জানান। ব্যাড বাজ-এর মাধ্যমেই ইউটিউবে তাঁর কোটি ভিউ হওয়া নাটকের সংখ্যা ২৩টি। অর্থাৎ ১০ মিলিয়ন ভিউ হওয়া নাটক ২৩টি অমির। কাজল আরেফিন অমি বিষয়টিকে বেশ ইতিবাচকভাবেই নিয়েছেন। অমি বলেন, ‘আলহামদুলিল্লাহ! মানুষ আমার কাজ দেখে, পছন্দ করে; ভালো লাগা মন্দ লাগা শেয়ার করে। এই মুহূর্তে দেশে প্রচুর কন্টেন্ট হচ্ছে। কোনো স্পেসিফিক ডিরেক্টরের নাটকের জন্য অপেক্ষা করা, একসময় আমরা করতাম- সরয়ার (মোস্তফা সরয়ার ফারুকী) ভাইয়ের কাজের জন্য, ইফতেখার আহমেদ ফাহমি ভাইয়ের কাজের জন্য। ঈদে কবে সরয়ার ভাইয়ের নাটক আসবে, ফাহমি ভাইয়ের নাটক আসবে… নাটকগুলো দেখব…’ ‘এখন মানুষ আমার নাটকের জন্য অপেক্ষা করে, দেরি হলে জানতে চায় কেন দেরি হচ্ছে। এই যে হৈচৈ, বলতে গেলে সত্যি আমি ভাগ্যবান, দর্শকদের কাছ থেকে এ রকম প্রতিক্রিয়া, ভালোবাসা পাচ্ছি। জানি না কত দিন ধরে রাখতে পারব এই ভালোবাসা, তবে আমি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করব। ওই চেষ্টা থাকবে, এফোর্ট থাকব। ’ বিনোদিত করার জন্যও মানসিক চাপ থাকে। এমনটাই উল্লেখ করলেন কাজল আরেফিন অমি। তিনি বলেন, ‘ঈদে দর্শকদের কোন কাজটা কোন নাটকটা দিয়ে বিনোদিত করব এমন একটা মানসিক চাপ কাজ করে। তার পরেও আমি চেষ্টা করি দর্শকদের সর্বোচ্চ আনন্দ দেওয়ার। এটা সব সময় অব্যাহত থাকবে। ’ এবারের ঈদে ব্যাড বাজ ছাড়াও অমির পরিচালনায় ‘ব্যাচেলর রমজান’, ‘দ্য কিডনাপার’, ‘ফিমেল টু’, ‘হেল্প মি’ নাটকগুলো বেশ জনপ্রিয়তা পায়। ইউটিউবেও ভিউয়ের দিক দিয়েও এগিয়ে যায়।

 


     এই বিভাগের আরো খবর