,

বাহুবলের আলোচিত লতিফা আত্মহত্যা প্ররোচনা মামলার আসামী আসফাক গ্রেফতার

জুবায়ের আহমেদ, বাহুবল থেকে : বাহুবল উপজেলার স্বস্তিপুর গ্রামের আলোচিত লতিফা খাতুন পবলী আত্মহত্যা প্ররোচনা মামলার আসামী মোঃ আসফাক আলীকে গ্রেফতার করেছে পুলিশ, গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই ও মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ অলি উল্লাহ একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। জানা যায়, বাহুবল উপজেলার ১নং স্নানঘাট ইউনিয়নের স্বস্তিপুর গ্রামের কাওছার মিয়া প্রায় ৫ বছর পূর্বে বিয়ে করেন উপজেলার উত্তর স্নানঘাট গ্রামের ফুরুক মিয়ার মেয়ে লতিফা খাতুন পবলীকে। বিয়ের পর কিছুদিন তাদের সংসারে সুখ শান্তি থাকলেও ইদানিং নেমে আসে অশান্তির আগুন। পবলী স্বামীর বাড়ির অশান্তি কারণে গত ৪ মে সকালে ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে প্রচার করে স্বামীর বাড়ির লোকজন। এ ঘটনায় লতিফা খাতুন পবলীর পিতা বাদী হয়ে ৬ জনকে আসামী করে গত ৮ মে বাহুবল মডেল থানায় আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর আসামীরা আত্মগোপনে ছিলেন। গতকাল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তা এস আই অলি উল্লাহ স্বস্তিপুর গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মোঃ আসফাক আলীকে গ্রেফতার করতে সক্ষম হন। এ ব্যাপারে মামলার তদন্ত কর্মকর্তা এস আই অলি উল্লাহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মামলার অন্যতম আসামী আসফাক আলীকে গ্রেফতার করা হয়েছে, তাকে দুপুরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর