,

র‌্যাব-৯ এর অভিযানে ১ হাজার ৭ পিস ইয়াবা, ১০২ বোতল বিদেশী মদ এবং ৩২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

স্টাফ রিপোর্টার : র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-৯ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ১ হাজার ৭ পিস ইয়াবা, ১০২ বোতল বিদেশী মদ ও ৩২ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিলেট সদর ক্যাম্পের একটি আভিযানিক দল গত (বুধবার) ৮ জুন এসএমপি-সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন এলাকা থেকে অভিযান পরিচালনা করে ১ হাজার ৭ পিস ইয়াবা ট্যাবলেট’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিরা যশোর জেলার বাঘারপাড়া থানার পাঠান পাইকপাড়া এলাকার বাসিন্দা মৃত মোঃ কাদের খানের ছেলে মোঃ মিলন খাঁন (৪৬) ও এসএমপির দক্ষিণ সুরমা থানার মোমিনখলা এলাকার বাসিন্দা খোকন মিয়ার ছেলে মোঃ শাবলু আহমেদ (২৮)। দিনের অপর আরেকটি অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল শ্রীমঙ্গল থানাধীন এলাকা থেকে ১০২ বোতল বিদেশী মদ উদ্ধার করতে সক্ষম হয়। একই দিনে অপর আরেকটি অভিযানে র‌্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন এলাকা থেকে অভিযান পরিচালনা করে ৩২ কেজি গাঁজা উদ্ধার পূর্বক ১ জন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বৌকুন্ঠপুর চাঁ বাগান এলাকার বাসিন্দা মৃত সমরত চৌহান এর ছেলে বাবুল চৌহান (২৭)। র‌্যাব জানায়- প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিদের অবৈধ মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর