,

বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে কর্মশালা

এস এম খোকন : হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রধানমন্ত্রীর ১০টি উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিন ব্যাপি প্রশিণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত প্রশিণে অনলাইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ২নং উত্তর-পশ্চিম ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার প্রমুখ। প্রশিক্ষণ কর্মশালার বিষয় বস্তু ছিল নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন, আশ্রয়ণ, শিক্ষা সহায়তা, সবার জন্য বিদ্যুৎ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরা, কমিউনিটি ক্লিনিক ও শিশুর বিকাশ, পল্লী সঞ্চয় ব্যাংক এবং ডিজিটাল বাংলাদেশ। বিভিন্ন সেক্টরের ৫০ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। ১০টি গ্রুপে বিভক্ত করে কর্মপরিকল্পনা বাস্তবায়নে সমস্যা চিহ্নিতকরণ ও উত্তরণের উপায় নির্ণয় করে তা প্রকাশ করা হয়।


     এই বিভাগের আরো খবর