,

বাহুবলে জোরপূর্বক মালিকানা বাগান দখলের চেষ্টা :: ১৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

বাহুবল সংবাদদাতা :: বাহুবলে প্রভাবশালী কর্তৃক মালিকানা লেবু বাগান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে, এ ঘটনায় ভুক্তভোগী লিজ দার আমিনুল ইসলাম বাদী হয়ে কাশেম আলীসহ ১৩ জনের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত মুসলিম মিয়ার ছেলে প্রায় ৫ বছর পূর্বে চালতাছড়া চা বাগানের মালিক রাফি আহমেদ চৌধুরীর কাছ থেকে ফয়জাবাদ মৌজার ডিপি খতিয়ান নং (৫৫০) এর (৩০১৯) নং দাগের দুই একর ৮ শতাংশ ভূমি লিজ নেন। আমিনুল ইসলাম লিজ নেয়ার পর ভালো ফসলের আশায় ঐ বাগানে অনেক টাকা বিনিয়োগ করেন। বাগানে ভালো ফসল দেখে ইদানিং পূর্ব ভাদেশ্বর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে কাশেম আলী ও বড়গাও গ্রামের মৃত মতলবি মিয়ার ছেলে আব্দুল আজিজ মিয়ার নেতৃত্বে হবিগঞ্জ সদর মুসলিম কোয়াটারের বাসিন্দা মৃত তোতা মিয়ার ছেলে শাহ্ নিজাম উদ্দিন ও তার লোকজনকে নিয়ে আমিনুল ইসলামের লিজকৃত লেবু বাগানটি দখল করার পায়তারা শুরু করে, আমিনুল ইসলাম কাশেম আলী ও তার লোকজনকে বাঁধা দিলে তাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিচ্ছে কাশেম আলী, তার ছেলে মোঃ সোহেল মিয়া, আব্দুল আজিজ, গুনু মিয়া, উজ্জ্বল মিয়া এবং শুভ মিয়া। গত কিছুদিন যাবত বাগানটি দখলে নিতে কয়েকজন মহিলাকে নিয়ে পাশের বাগানে দিবারাত্রি অবস্থান করছে নিজাম উদ্দিন ও তার লোকজন। তাদের এসব হুমকি ধামকিতে জীবনের নিরাপত্তা ও বাগান রক্ষার স্বার্থে কাশেম আলী, আব্দুল আজিজ সহ ১৩ জনের নাম উল্লেখ করে বাহুবল মডেল থানায় অত্র অভিযোগ দায়ের করেন আমিনুল ইসলাম। অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম খানের নির্দেশে এস আই এখলাছুর রহমান গতকাল শুক্রবার বিকেলে সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন, পুলিশের ঘটনাস্থল পরিদর্শনকালে আব্দুল আজিজ, কাশেম আলী সহ তাদের লোকজনের উপস্থিত ছিল লক্ষণীয়। স্থানীয় সূত্রে আরও জানা যায়, অভিযুক্তদের পিছনে প্রভাবশালী এক জনপ্রতিনিধির মদদ রয়েছে, যার ফলে এলাকায় বিভিন্ন অপকর্ম করেও পার পেয়ে যায় কোন কোন অভিযুক্ত ব্যক্তি। তাদের এমন অবস্থা দেখে তদন্ত কর্মকর্তা এস আই এখলাছুর রহমান উভয় পক্ষকে উপযুক্ত কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলেন এবং উভয় পক্ষকে শান্তিশৃঙ্খলা বজায় রাখার নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় বাহুবলে আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে এস আই এখলাছুর রহমানের কথা হলে তিনি জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল তদন্ত ও পরিদর্শন করা হয়েছে, উভয় পক্ষকে উপযুক্ত কাগজপত্র নিয়ে থানায় আসার জন্য বলা হয়েছে।


     এই বিভাগের আরো খবর