,

নবীগঞ্জ কুশিয়ারা ডাইকে জলাবদ্ধএলাকার সরকারী ভাবে নগদ টাকা ও ত্রান সামগ্রী বিতরণ

জসিম তালুকদার ॥ নবীগঞ্জ উপজেলা কুশিয়ারা ডাইকে জলাবদ্ধ বন্যাকবলিত এলাকায় গতকাল বুধবার সকালে সরকারী ভাবে নগদ টাকা ও ত্রান সামগ্রী বিতরণ করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাসুম বিল্লাহ। ৫শ পরিবারের মধ্যে এসব ত্রান সামগ্রী ও নগদ টাকা বিতরণ করা হয়। জানাযায়, নবীগঞ্জ উপজেলার বন্যা নিয়ন্ত্রন বাঁধ কুশিয়ারা ডাইক এলাকায় বাঁধের বাহিরের অংশে ইনাতগঞ্জ ও দীঘলবাক ইউনিয়নের ২০টি গ্রামের প্রায় ৫শ পরিবারের বাড়িঘর পানিতে তলিয়ে যায়। জলাবদ্ধতায় পানি বন্ধি হয়ে পড়েন প্রায় শতাধিক পরিবার। এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ত্রান মন্ত্রনালয়কে পত্র দিয়ে জানালে সেখান থেকে বরাদ্ধ আসে ৫মেট্টিক টন চাল ও নগদ ২০ হাজার টাকা। এর প্রেক্ষিতে গতকাল জন প্রতি ১০ কেজি চাল ও ঘর মেরামতের জন্য নগদ টাকা দেয়া হয়। সকালে এ কার্যক্রমের উদ্ভোধন করেন নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ ছালিক মিয়া, সাবেক চেয়ারম্যান আবু সাইয়্যিদ এওলা মিয়া, ইউপি আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন, সাধারণ সম্পাদক সুজাত চৌধুরী, সাংগঠনিক গোলজার মিয়া, ইউপি মেম্বার আফতাব উদ্দিন, ফখরু মিয়া, পিআইও জহিরুল ইসলাম, নজমুল হোসেন, বশির আহমদ প্রমুখ।


     এই বিভাগের আরো খবর