,

হবিগঞ্জে পুলিশ ম্যাজেস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অাদালত, হবিগঞ্জ এর উদ্যোগে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হারুন অর-রশীদ এর সভাপতিত্বে সম্মেলন কক্ষে মামলা তদন্তে স্বাস্থ্য বিভাগের সাথে বিদ্যমান বিভিন্ন সমস্যা তথা এমসি, ময়না তদন্ত প্রতিবেদন, ধর্ষণ মামলায় শারীরিক পরীক্ষা, ডিএনএ, বয়স সংক্রান্ত ও এক্স রে রিপোর্ট সহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত অালোচনা হয়েছে। আজ শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলন শুধুমাএ স্বাস্থ্য বিভাগের সাথে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বিদ্যমান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ইয়াছির আরাফাত সহ অন্যান্য ম্যাজিস্ট্রেটগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপস্থাপনা ও ফোকাল পার্সন হিসাবে দায়িত্ব পালন করেন বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল মাজিস্ট্রেট জনাব মোঃ জাকির হোসাইন। অনুষ্ঠানের শুরুতে বিশেষ প্রবন্ধ ঃ “ফৌজদারী বিচার ব্যবস্হায় চিকিৎসকদের ভূমিকা ঃ প্রত্যাশা ও বাস্তবতা ” শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জাকির হোসাইন।
অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার এস এম মুরাদ অালী সহ ২ জন অতিরিক্ত পুলিশ সুপার, সিভিল সার্জন, হবিগঞ্জ, তত্বাবধায়ক, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, হবিগঞ্জ সহ সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অারএমও গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে হবিগঞ্জ বার এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সভায় বিদ্যমান সমস্যা সমাধান কল্পে দ্রুত ব্যবস্হা গ্রহণ সহ ন্যায় বিচার নিশ্চিতে সকলেই অান্তরিকভাবে কাজ করার অঙ্গীকার করেন।
সভায় স্বাস্থ্য বিভাগ নিয়ে বিশেষ সম্মেলন করায় পুলিশ সুপার, হবিগঞ্জ ও সিভিল সার্জন, হবিগঞ্জ মহোদয়গণ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মহোদয় এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।


     এই বিভাগের আরো খবর