,

নবীগঞ্জে এলজিইডি ও ব্র্যাকের উদ্যোগে সহকারি শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

প্রেস বিজ্ঞপ্তি : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আরটিআইপি-২ এবং বিশ্ব ব্যাংকের অর্থায়নে ব্র্যাক সড়ক নিরাপত্তা কর্মসূচী বিষয়ক দুদিন ব্যাপী সহকারী শিক্ষক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাবাজারস্থ সোনার বাংলা মডেল হাইস্কুল সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা গতকাল বিকেলে সমাপ্ত হয়। সমাপনী বক্তব্য দেন, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত। ট্রেইনার হিসেবে উপস্থিত ছিলেন, ব্র্যাকের ফিল্ড কমিউনিকেটর মোঃ সোবহান শেখ। সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন, ফিল্ড কমিউনিকেটর মোঃ সফিকুল ইসলাম। প্রশিক্ষণে সড়ক দুর্ঘটনার কারণ, প্রতিকার, প্রভাব, রাস্তা পারাপারের নিয়ম, ট্রাফিক আইন, রোড সাইন, পথ চলার নিয়ম জেন্ডার ও সেক্স, যানবাহনে যৌন হয়রানি ও প্রতিকার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়াও ফ্লিপচার্ট এর ব্যবহার এবং কিভাবে বাস্তবায়ন করবে সে বিষয়েও আলোচনা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষনার্থী শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম, সোহেল মিয়া, কাজীগঞ্জ বাজার দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা নুরে আলম, উত্তর এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুজ্জামান, সমরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিনুল হক, সোনার বাংলা মডেল হাইস্কুলের সহকারী শিক্ষক শামীমা আক্তার প্রমূখ। আয়োজিত প্রশিক্ষণে অংশ গ্রহন করেন,নবীগঞ্জ জেকে মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দীপক চন্দ্র সরকার, প্রিয়তোষ চক্রবর্তী, গোপলার বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম, সোহেল মিয়া, রুস্তম পুর নয়মৌজা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আবুল কালাম, মাওলানা আলী আক্তার, উত্তর এনাতাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুজ্জামান, মোহাম্মদ ছাদিক মিয়া, সমরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিনতা রানী দাশ, আমিনুল হক, দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লেভি বেগম, প্রতিমা রায়, নবীগঞ্জ দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রাজ্জাক সাইফুর রহমান, কাজীরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুর রহমান, সোনার বাংলা মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন, রবীন্দ্র পাল, গোপলার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রীতা রানী পাল, রোজিনা আক্তার, সবুজ কুড়ি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাগরিকা সরকার, সুমতি রানী সূত্র ধর। কর্মশালা শেষে প্রশিক্ষণে অংশ নেয়া শিক্ষকদের সম্মানী ও সনদ দেয়া হয়। উল্লেখ্য, ব্রাকের তত্বাবধানে ঝুঁকি পূর্ণ সড়কের পার্শ্ববর্তী বিদ্যালেয়র শিক্ষকদের নিয়ে উল্লেখিত সড়ক নিরাপত্তা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


     এই বিভাগের আরো খবর