,

নবীগঞ্জ বন্যার্তদের মাঝে মুকিত চৌধুরীর ত্রাণ বিতরণ 

প্রেস বিজ্ঞপ্তি : বন্যার্ত মানুষের মাঝে খাবার বিতরণ অব্যাহত রেখেছেন সাবেক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও  বর্তমান কেন্দ্রীয়  মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত চৌধুরী। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কর্মসূচীর অংশ হিসেবে মুকিত চৌধুরীর উদ্যোগে ২৬ জুন নবীগঞ্জ  উপজেলার বিভিন্ন ইউনিয়নে বন্যাক্রান্ত অসহায় মানুষদের মধ্যে রান্না করা ও শুকনো খাবার এবং পানি  বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও যুবলীগ চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খাঁন নিখিলের আহ্বানে নবীগঞ্জ উপজেলা ১নং পশ্চিম বড় ভাকৈর ও ২নং পুর্ব বড় ভাকৈর ইউনিয়নে পানিবন্দি ৭ শত মানুষদের মাঝে খাদ্য বিতরণ করেন তিনি। রবিবার সকাল থেকে দিনব্যাপি উপস্থিত থেকে খাবার বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন- নবীগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক রাব্বি আহমেদ চৌধুরী মাক্কু, সেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জলক দাশ সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল চৌধুরী, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক বোরহান উদ্দিন মাছুম, ৬নং ইউপি ছাত্রলীগের সভাপতি জাবরুল খান, ৭নং করগাও ইউনিয়নের যুবলীগ নেতা মোঃ জুলহাস বখ্স, ১২নং ইউপি ছাত্রলীগ নেতা ইমাদ উদ্দিনসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় তিনি বলেন, গত কয়েকদিন ধরে সিলেট সুনামগঞ্জ সহ বিভিন্ন  উপজেলায় বন্যা কবলিত একালার ইউনিয়নে  ১২ হাজার ৮ শত  শুকনা খাবার এবং ৩০ হাজার লিটার পানি বিতরণ করা হয়েছে। আওয়ামী যুবলীগ দেশের কোনো দুর্যোগে ঘরে বসে থাকেনি, থাকবেও না। অনুকুল পরিস্থিতি সৃষ্টি না হওয়া পর্যন্ত হবিগঞ্জ জেলার বিভিন্ন  উপজেলা যুবলীগের প্রতিটি নেতাকর্মী বানভাসী মানুষের পাশে থাকবে ভরসা হয়ে।


     এই বিভাগের আরো খবর