,

নবীগঞ্জে বন্যার্তদের পাশে থানা পুলিশ

এটিএম ফোয়াদ হাসান : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌরসভার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও কুর্শি ইউনিয়নের বাংলাবাজার বেদে পল্লীর দূর্গতদের পাশে দাড়িয়েছেন নবীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলীর নির্দেশনায় ও নবীগঞ্জ থানা পুলিশের উদ্যোগে দ্বিতীয় দিনেও রান্না করা খাবার বিতরণ করা হয়। পৌর এলাকার কানাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্র ও বাংলাবাজারস্থ বেদে পল্লীতে বন্যা আশ্রয় কেন্দ্র গুলো পরিদর্শন করেন এবং এ সময় বন্যার্ত মানুষদের খোজঁখবর নেন তারা। বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষগুলো এক প্যাকেট খাবারের জন্য হাহাকার করতে থাকে। পুলিশের এই মানবিক কর্মকান্ড পুরে উপজেলা জুড়ে প্রশংসিত হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ থানা ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, পৌর কাউন্সিলর বাবু যুবরাজ গোপ, এসআই সায়েদ আহমেদ, এসআই জাহাঙ্গীর আলম, এসআই লুৎফুর রহমান, এএসআই সিরাজুল ইসলাম, সাংবাদিক এটিএম ফোয়াদ হাসান রাজন, অঞ্জন রায়, যুবলীগ নেতা সালাম আহমেদ প্রমুখ। বন্যার্তদের উদ্দশ্যে নবীগঞ্জ থানা ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, আপনারা সবাই ঐক্যবদ্ধ ভাবে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করুন বর্তমান সরকার বন্যার্তদের পাশে রয়েছেন। পুলিশ জনগনের বন্ধু আমরা আপনাদের পাশে আছি। যে কোন বিপদে আপনারা আমাদের পাশে পাবেন।


     এই বিভাগের আরো খবর