,

শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে নিম্নমানের ইট বালু ও সিমেন্ট দিয়ে চলছে নির্মাণ কাজ

সাংবাদিক পরিচয় দিতেই মোবাইলের লাইন কেটে দেন ঠিকাদার মরম আলী

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ রেল স্টেশনে নিম্নমানের ইট বালু ও সিমেন্ট দিয়ে কাজ চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও কথা রয়েছে প্লাটফর্মে পাথর, সিমেন্ট ও বালু দিয়ে ঢালাই করতে হবে এবং পার্কিয়ে পিচ, চুনাপাথর দিয়ে কাজ করতে হবে। কিন্তু এমন নির্দেশনা অমান্য করে কর্তৃপক্ষ কে ম্যানেজ করে পাথর না দিয়েই কংকিট, বালু ও নিম্নমানের সিমেন্ট ব্যবহার করে কাজ চলছে। সম্প্রতি শায়েস্তাগঞ্জের ঐতিহ্যবাহী রেলস্টেশনের প্লাটফর্ম, সীমানা প্রাচীর নির্মাণের জন্য কোটি টাকার বরাদ্দ দেয়া হয়। কিন্তু গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায়, কংকিট, নিম্নমানের বালু ও সিমেন্ট দিয়ে কাজ চলছে। সাংবাদিক যাওয়ার খবর শুনে ঠিকাদার মরম আলী সটকে পড়েন। তবে কয়েকজন শ্রমিক জানান, সাংবাদিক পরিচয় দিয়ে দুইজন লোক প্রতিদিন তাদের কাছ থেকে কমিশন নিয়ে থাকে। বারবার ওই ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়েই মোবাইল কেটে দেন। এরপর আর রিসিভ করেননি।


     এই বিভাগের আরো খবর