,

হবিগঞ্জ পৌর এলাকায় বন্যার্তদের মাঝে মেয়র আতাউর রহমান সেলিমের চাল বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি : হবিগঞ্জ পৌরসভার ৩ ও ৯নং ওয়ার্ডের বন্যা দুর্গতদের মাঝে চাল বিতরণ করেছেন মেয়র আতাউর রহমান সেলিম। আজ বুধবার দুপুরে ৯নং ওয়ার্ডের বন্যা দুর্গতের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন তিনি। হবিগঞ্জ পৌরসভা কার্যালয়ে ওই চাল বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর সফিকুর রহমান সিতু ও ৬নং ওয়ার্ডের কাউন্সিলর টিপু আহমেদ।

পরে ৩নং ওয়ার্ডের কালীগাছ তলা এলাকার রাধা গোবিন্দ আখড়ায় বন্যা দুর্গতদের মাঝে চাল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর পান্না কুমার শীল ও প্রিয়াংকা সরকার।

এছাড়াও হবিগঞ্জ পৌর এলাকার খোয়াই নদীর উত্তর পাড়ে রামপুর খোয়াই বাঁধের রাস্তায় বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেন মেয়র। চলামান বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের সাহায্যে প্রধানমন্ত্রীর পক্ষ হতে ১০ কেজি করে চাল বিতরনের এ কর্মসূচী পালিত হয়।

মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছেন এবং থাকবেন।’ তিনি বলেন, ‘পৌরসভা বন্যা শুরু হতেই ত্রাণ বিতরণ কর্মসূচী হাতে নিয়েছিল যা বর্তমানেও চলমান রয়েছে।’


     এই বিভাগের আরো খবর