,

বানিয়াচঙ্গে ৫ এলাকার খোলা জায়গায় মলত্যাগ বন্ধ ঘোষনা

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ উপজেলার বানিয়াচঙ্গ সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৫টি এলাকার (গ্রাম) খোলা জায়গায় মলত্যাগ মুক্ত ঘোষনা করা হয়েছে। গতকাল ২৯ জুলাই বুধবার ১১ টায় সাগর দিঘীর উত্তর পাড় মাঠে জিওবি ইউনিসেফ ও প্রেকটিক্যাল একশন বাংলাদেশ এর সহযোগিতায় ও উন্নয়ন সহযোগি টিম (ইউএসটি) আয়োজিত “খোলা জায়গায় মলত্যাগ বন্ধ হওয়ায় আনুষ্ঠানিক ঘোষণা বিষয়ক” সভায় সভাপতিত্ব করেন ৪নং বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শেখ বশীর আহমদ। বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রায়হানুল হারুন, প্রেকটিক্যাল একশন এর সিলেট বিভাগীয় জোনাল অফিসার শেখ সুজা উদ্দিন। ইউএসটি’র ইউনিয়ন সমন্বয়কারী একে আজাদ এর পরিচালনায় ও মোঃ আক্তারুজ্জামান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জিওবি ইউনিসেফ ক্যাট্স প্রকল্পের উপজেলা সমন্বয়কারী রাজু আহমেদ, প্রকৌশলী আশরাফুল ইসলাম, ডিপিএইচ এর সুপার ফরহাদ হোসেন, হিসাব রক্ষক শামীম আহমেদ, মেম্বার জাহাঙ্গীর আলম, নুরুল ইসলাম, ইস্্রাব আলী, ন্যাচার‌্যাল লিডার সাবেক ব্যাংকার ফজলুর রহমান, ইউএসটি’র বদরুল আলম সুমন, জুয়েল মিয়া, শিউলী আক্তার, হেপী আক্তার, তানিয়া খানম, নুরুজ্জামান মিয়া, মুসলিম উদ্দিন, লুৎফুন্নেছা, মিনারা খাতুন, নেহার বেগম প্রমুখ। উল্লেখ্য ইউ.পি, ব্র্যাক, ইউএসটি, ডিপিএইচই এর সমন্বয় ও সচেতনতা কার্যক্রমের ফলে বানিয়াচং সদরের সাগর দিঘীর উত্তর পাড়, সাগর দিঘীর দক্ষিণ পাড়, কালিকাপাড়া, বাসিয়াপাড়া ও পাঠানটুলা এলাকায় শতভাগ সেনিটেশন বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি পাওয়ায় বর্তমানে ঐ এলাকায় স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন স্থাপিত হওয়ায় কাউকে খোলা জায়গায় মলত্যাগ করতে দেখা যাচ্ছেনা। এরই প্রেক্ষিতে ৫টি এলাকায় (গ্রাম) খোলা জায়গায় মলত্যাগ বন্ধ ঘোষণা করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর