,

পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে মানবিক হতে হবে :: নবীগঞ্জে বন্যা কবলিত শিক্ষার্থীদের মাঝে উপহার বিতরণে জেলা শিক্ষা অফিসার

জাবেদ তালুকদার : টিফিনের টাকা জমিয়ে নবীগঞ্জের বানবাসী শিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার হিসেবে সেমাই, তেলসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ এবং উপজেলার ৭টি আশ্রয়কেন্দ্রে নারী পুরুষের মাঝে হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যবহৃত অতিরিক্ত কাপড় বিতরণ করা হয়েছে। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ যোগানের জন্য ২৫০ জন শিক্ষার্থীর মাঝে নগদ ৫ শ টাকা করে বিতরণ করেছে কোরআন মজলিস বাংলাদেশ। গতকাল বুধবার দিনব্যাপি উপজেলার হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়, মোস্তফাপুর দাখিল মাদ্রাসা, আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়, নাদামপুর উচ্চ বিদ্যালয়সহ ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের বন্যা দুর্গত শিক্ষার্থীদের মাঝে এ উপহার প্রদান করা হয়েছে। উপহার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোরআন মজলিস বাংলাদেশের আমির মাওঃ এমদাদুল্লাহ, সচিব আলাউদ্দিন চৌধুরী, শিক্ষা সচিব ফয়জুল ইসলাম তালুকদার, প্রশিক্ষণ সচিব মাওঃ আবুল কালাম, নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আউশকান্দি র.প উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান, হিরা মিয়া গার্লস স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার, ইনাতগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, দারুল হিকমাহ জামেয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ লুৎফুর রহমান, সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আলী আক্কাছ মোল্লা, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কাজী গিয়াস উদ্দীন, কায়সার আহমেদ, মুজিবুর রহমান মুজিব, সহকারী শিক্ষক মুর্শেদ আলম সরকার। উপহার বিতরণ কার্যক্রমে সার্বিক সহযাগীতা প্রদান করেন নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাদেক হোসেন, হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি সদস্য দোহা, সৈকত, রাকিব, স্কাউট সদস্য নাবিল, নিউটন, মাহিসহ বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার রুহুল্লাহ মানিক বলেন, পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদেরকে মানবিক হতে হবে। ভালো ফলাফলের পাশাপাশি একজন শিক্ষার্থীকে অবশ্যই একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। পড়ালেখার পাশাপাশি তোমাদেরকে মানবিক ও সামাজিক বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে হবে। এতোদিন বই-পুস্তক ও শিক্ষকদের কাছ থেকে যা অর্জন করেছো তা কাজে লাগানোর সময় এটি। যারা বন্যমুক্ত অবস্থায় আছো নিজ নিজ অবস্থান থেকে বন্যার্তদের পাশে দাড়াও। হবিগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা টিফিনের টাকা জমিয়ে বানবাসীদের পাশে দাড়িয়েছে এ থেকে তোমাদেরকে শিক্ষা নিতে হবে। কোরআন মজলিস বাংলাদেশের আমির মাওঃ এমদাদুল্লাহ বলেন আমরা ত্রাণ নিয়ে আপনাদের মাঝে হাজির হইনাই, শিক্ষা উপকরণ যোগানের জন্য সামান্য উপহার দিয়ে আপনাদের পাশে দাড়িয়েছি।


     এই বিভাগের আরো খবর