,

নবীগঞ্জে ৯টি আশ্রয় কেন্দ্রে রাহেল চৌধুরীর পরিবারের সহায়তা

চমক দেখালেন স্ত্রী মৌরি

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে শহরের ঐতিহ্যবাহি খালিক মঞ্জিল স্বত্বাধিকারী ও তরুণ রাজনীতিবিদ আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেল পরিবারের তরফে বন্যা কবলিত শহরের ৯টি আশ্রয় কেন্দ্রসহ ৮ শতাধিক পরিবারে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। কয়েক দফায় এসব ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের ঐতিহ্যবাহি নহরপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রে সহায়তা বিতরণ করেন বিগত নবীগঞ্জ পৌর নির্বাচনে আওয়ামিলীগ মনোনীত প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল। এছাড়াও ৪ জুলাই ষড়যন্ত্রমূলক নির্বাচনী মামলায় কারারুদ্ধ আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেল সহধর্মিণী তাসমিয়া শারমিন মৌরি স্বামীর নির্দেশনায় শহরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে গিয়ে মানবিক সহায়তা বিতরণ করেন। জেকে সরকারি উচ্চ বিদ্যালয়, হিরা মিয়া বালিকা বিদ্যালয়, গনজা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কেন্দ্রে উপহার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক (ভারপ্রাপ্ত) গুল আহমেদ কাজল, যুগ্ম আহবায়ক লোকমান আহমদ খান, আলহাজ্ব খয়রুল বশর চৌধুরী, গনজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আক্তার চৌধুরী পান্নাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল তালুকদারের নেতৃত্বে শহরের গয়াহরি, তিমিরপুর, নবীগঞ্জ মহা বিদ্যালয় আশ্রয় কেন্দ্র ছাড়াও শতাধিক দরিদ্র পরিবারে এসব মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। এ সময় আওয়ামিলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ ছাড়াও শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপহার সামগ্রী বিতরণকালে রাহেল সহধর্মিণী তাসমিয়া শারমিন মৌরি বলেন, বিগত পৌর নির্বাচনে ষড়যন্ত্রে পরাজিত মেয়র প্রার্থী রাহেল চৌধুরী আইনের প্রতি শ্রদ্ধাশীল। গত সোমবার ষড়যন্ত্রমূলক মামালায় আদালতে যাবার প্রাক্ষালে বলে যান, ফিরে না এলেও পৌরসভার প্রতিটা ওয়ার্ডে গিয়ে বন্যা কবলিত লোকজনকে পারিবারিক সহায়তা পৌঁছাতে হবে। স্বামীর নির্দেশে মানবিক সহায়তা বিতরণে কয়েটি আশ্রয় কেন্দ্রে গিয়ে সহায়তা বিতরণ করেন। এ সময় দৃশ্যমান ষড়যন্ত্রে কারা নির্যাতিত স্বামীর জন্য সকলের নিকট দোয়া কামনা করেন এবং যে কোন পরিস্থিতিতে পৌরবাসীর পাশে থাকার অঙ্গীকার করেন। উল্লেখ্য, গত ৪ জুলাই সোমবার নির্বাচনী সহিংসতার কথিত অভিযোগে পৌর বিএনপির সাবেক সভাপতি ও মেয়র ছাবির আহমদ চৌধুরী চাচাতো ভাই মদরিছ চৌধুরীর দায়েরকৃত মামলায় কারারুদ্ধ আওয়ামিলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব গোলাম রসুল চৌধুরী রাহেল গত ৫ জুলাই মঙ্গলবার জামিনে মুক্ত হয়েই বন্যা কবলিত পৌরবাসীর সহায়তায় অনবদ্য নজির স্থাপন করেন।


     এই বিভাগের আরো খবর