,

তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি

জাবেদ তালুকদার : ভোরের আকাশ ছিল মেঘাচ্ছন্ন, ছিল বৃষ্টির আবাস। তারপর শুরু হয় তীব্র তাপদাহ। গতকাল শনিবার হবিগঞ্জের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাত ৮ টা থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে চলে ধমকা হওয়া ও বৃষ্টি। কোথাও ঘুরি ঘুরি বৃষ্টি, কোথাও মুষলধারে বৃষ্টি কোথাও বা থেমে থেমে বৃষ্টি। গত কয়েক দিনের প্রচণ্ড তাপদাহের পর এই বৃষ্টি যেন আশীর্বাদ হয়ে এলো হবিগঞ্জবাসীর জন্য। তবে বৃষ্টি এলেও গরমের মাত্রা খুব একটা কমেনি বলে জানান হবিগঞ্জের অধিবাসীরা। বৃষ্টি চলাকালীন গতকাল রাত ১১টায় হবিগঞ্জের তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ ডিগ্রি সেলসিয়াস।


     এই বিভাগের আরো খবর