,

নবীগঞ্জে থানা বিভাজন নিয়ে মানব বন্ধন ও প্রতিবাদ সভা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ থানার অধীনে বড় ভাকৈর পশ্চিম কে অন্তর্ভুক্ত না করার জন্য গতকাল শনিবার ১৬ জুলাই দুপুর ১২টায় এস এন পি স্কুল এন্ড কলেজের সামনে, আমরা নবীগঞ্জ থানার অধীনে আছি, নবীগঞ্জ থানার অধীনে থাকতে চাই ব্যানারে বড় ভাকৈর সর্বস্তরের জন সাধারণের আয়োজনে মানববন্ধ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বড় ভাকৈর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান রঙ্গলাল দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম কুমার দাশ, ইউনিয়ন আওয়মী লীগ সাংগঠনিক সম্পাদক সমীরণ দাশ, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রুপক দাশ, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাঃ বিকুল দাশ, ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি শৈলেন্দ্র গুপ্ত রানু, হিরন কুমার দাশ। এছাড়ও আরো বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পলাশ বিজয় দাশ সাধারণ সম্পাদক চয়ন মহলদার, স্মৃতি ভুষন চৌধুরী, লুৎফর রহমান, ইউপি সদস্য সেলিম মিয়া, আবুল হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ইনাতগঞ্জ থানায় রূপান্তরিত হোক আমাদের কোন প্রকার বাধা বিদ্বেষ নেই। আমাদের যাতায়াতের জন্য সুবিধা নবীগঞ্জ, স্কুল কলেজে যাওয়া আসা স্বাস্থ্যসেবা ও জেলা শহরে যাতায়াতে অনেক কম সময়ে চলাচল করতে পারি। আমাদের হলিমপুর গ্রাম হতে দূর্গা পুর পর্যন্ত রাস্তা নির্মাণ হলে অল্প সময়ে আসা যাওয়া করা যাবে। পক্ষান্তরে ইনাতগঞ্জ থানায় রূপান্তর করা হলে আমাদের বড় বাকৈর ইউনিয়নের যাতায়াতে অনেক কষ্টকর হয়ে পড়বে। তাই আমাদের দাবি নবীগঞ্জ থানার অধীনে আছি, নবীগঞ্জ থানার অধীনে থাকতে চাই আপনাদের সর্বস্তরের প্রশাসনের সার্বিক সহযোগিতায় চাই।


     এই বিভাগের আরো খবর