,

নবীগঞ্জে লোডশেডিংয়ের সম্ভাব্য সময়সূচি প্রকাশ

জাবেদ তালুকদার : ডিজেলে বিদ্যুৎ উৎপাদন স্থগিত করে এলাকাভিত্তিক লোডশেডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়। গত সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠকে সারাদেশে প্রতিদিন এক ঘণ্টা করে লোডশেডিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ বিষয়ে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আমরা এক সপ্তাহ এক ঘণ্টা করে লোডশেডিং দিয়ে পরিস্থিতি দেখবো। এভাবে পরিস্থিতি সামাল দেওয়া না গেলে পরে দুই ঘণ্টা করে লোডশেডিং দেওয়ার চিন্তাভাবনা রয়েছে’। এ সিদ্ধান্ত ঘোষনার পর নবীগঞ্জ পল্লি বিদ্যুৎ সমিতি’র আওতাধীন এলাকাগুলোতে লোডশেডিংয়ের সময় নির্ধারণ করে দিয়েছে নবীগঞ্জ জোনাল অফিস। এতে দিনে ও রাতে নির্ধারিত সময়ে প্রতিটি এলাকায় ২-৩-৪ বার করে লোডশেডিং দেখা দিবে উল্লেখ করা হয়েছে। ৩টি উপকেন্দ্রে নবীগঞ্জকে ১৪টি ফিডারে বিভক্ত করা হয়েছে। ১নং উপকেন্দ্রের অধীনে ৬টি ফিডার, ২নং উপকেন্দ্রের আওতায় রয়েছে ৫টি ফিডার এবং ৩নং উপকেন্দ্রের অধীনে ৩টি ফিডার রয়েছে। ১নং উপকেন্দ্রের ১নং ফিডারের আওতাধীন পশ্চিম অভয়নগর, হরিপুর, কানাইপুর, গোয়াহাটি, দত্তগ্রাম, তিমিরপুর, সুজাপুর, গুজাখাইর, রিফাতপুর ও পাইকপাড়া এলাকায় দুপুর ২.০০ ঘটিকা থেকে ৩.০০ ঘটিকা পর্যন্ত এবং রাত ৯.০০ ঘটিকা থেকে ১০.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে। ২নং ফিডারের আওতাধীন আক্রমপুর, জয়নগর, শিবপাশা, নহরপুর, চানপুর, কালাভরপুর, বনগাঁও ও গজনাইপুর এলাকায় সকাল ১০.০০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত, বিকাল ৩.০০ ঘটিকা থেকে ৪.০০ ঘটিকা পর্যন্ত এবং রাত ১০.০০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে। ৩নং ফিডারের আওতাধীন নবীগঞ্জ কলেজ রোড, শ্যামলি, এনাতাবাদ, ভুবীরবাক ও সাদুল্লাপুর এলাকায় বেলা ১১.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত, সন্ধা ৬.০০ ঘটিকা থেকে ৭.০০ ঘটিকা পর্যন্ত এবং রাত ১১.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে। ৪নং ফিডারের আওতাধীন তারুনগাও, তাজপুর, মাধবপুর, ঘোলডুবা, বোরানপুর, রায়পুর এবং বাংলাবাজার এলাকায় বেলা ১২.০০ ঘটিকা থেকে ১.০০ ঘটিকা পর্যন্ত এবং সন্ধা ৭.০০ ঘটিকা থেকে ৮.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে। ৫নং ফিডারের আওতাধীন উসমানী রোড, নবীগঞ্জ হাসপাতাল, চরগাও, রাজাবাদ, ও অভয়নগর এলাকায় লোডশেডিং হবেনা বলে উল্লেখ করা হয়েছে। ৬নং ফিডারের আওতাধীন গন্ধা, মদনপুর, মুক্তাহার, জন্তরী, হালীতলা, পাঞ্জারাই, গুমগুমিয়া, সাকোয়া ও দুর্গাপুর এলাকায় বেলা ১.০০ ঘটিকা থেকে ২.০০ ঘটিকা পর্যন্ত এবং রাত ৮.০০ ঘটিকা থেকে ৯.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে। ২নং উপকেন্দ্রের ১নং ফিডারের আওতাধীন দুর্লভপুর, ফুলতলী, গোপলার বাজার, খাগাউড়া, নোয়াগাও এবং বড়চর এলাকায় সকাল ১০.০০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত, দুপুর ৩.০০ ঘটিকা থেকে ৪.০০ ঘটিকা পর্যন্ত এবং রাত ১০.০০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে। এ উপকেন্দ্রের ২নং ফিডারের আওতাধীন বীজনা, সদরঘাট, দেবপাড়া, শতক, কামারগাও ও সাতাইয়াল এলাকায় বেলা ১১.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত, সন্ধা ৬.০০ ঘটিকা থেকে ৭.০০ ঘটিকা পর্যন্ত এবং রাত ১১.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে। ৩নং ফিডারের আওতাধীন রুস্তমপুর, বৈঠাখাল, ঝীটকা এবং ফুটারচর এলাকায় বেলা ১২.০০ ঘটিকা থেকে ১.০০ ঘটিকা পর্যন্ত এবং সন্ধ্যা ৭.০০ ঘটিকা থেকে ৮.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে। ৪নং ফিডারের আওতাধীন কুর্শি, রাইয়াপুর, আউশকান্দি, মিনহাজপুর, আলমপুর, সদরাবাদ, পারকুল ও বিবিয়ানা এলাকায় বেলা ১.০০ ঘটিকা থেকে ২.০০ ঘটিকা পর্যন্ত এবং রাত ৮.০০ ঘটিকা থেকে ৯.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে। ৫নং ফিডারের আওতাধীন উলুকান্দি ও উত্তর দৌলতপুর এলাকায় বেলা ২.০০ ঘটিকা থেকে ৩.০০ ঘটিকা পর্যন্ত এবং রাত ৯.০০ ঘটিকা থেকে ১০.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে। ৩নং এনায়েতগঞ্জ উপকেন্দ্রের অধীনে ৩টি ফিডারের মধ্যে ১নং ফিডারের আওতাধীন ইনাতগঞ্জ, বাগাউড়া, ছোট বাকৈর, কাজিরগাঁও, কাজিরবাজার, শ্যামারগাও, আগনা, ইছবপুর ও বান্দেরবাজার এলাকায় সকাল ১০.০০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত, বেলা ১.০০ ঘটিকা থেকে ২.০০ ঘটিকা পর্যন্ত, সন্ধা ৬.০০ ঘটিকা থেকে ৭.০০ ঘাটকা পর্যন্ত এবং রাত ৯.০০ ঘটিকা থেকে ১০.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে। ২নং ফিডারের আওতাধীন হরিনগর বাজার, শান্তিগঞ্জ, কামড়াখাই, জয়নগর ও কুশারাই এলাকায় বেলা ১১.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত, বেলা ২.০০ ঘটিকা থেকে ৩.০০ ঘটিকা পর্যন্ত, সন্ধা ৭.০০ ঘটিকা থেকে ৮.০০ ঘাটকা পর্যন্ত এবং রাত ১০.০০ ঘটিকা থেকে ১১.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে। ৩নং ফিডারের আওতাধীন হরিনগর, কামড়াখাই, ফার্মবাজার, হালিমপুর, ফতেপুর, জগন্নাথপুর, বাল্লরহাট, আমড়াখাইর, বাউসি ও বোয়ালিয়া এলাকায় বেলা ১২.০০ ঘটিকা থেকে ১.০০ ঘটিকা পর্যন্ত, বেলা ৩.০০ ঘটিকা থেকে ৪.০০ ঘটিকা পর্যন্ত, রাত ৮.০০ ঘটিকা থেকে ৯.০০ ঘটিকা পর্যন্ত এবং রাত ১১.০০ ঘটিকা থেকে ১২.০০ ঘটিকা পর্যন্ত লোডশেডিং হবে বলে উল্লেখ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর